আগামী নারী টি২০ বিশ্বকাপ কোয়ালিফায়ারসে বাংলাদেশসহ মোট দশটি দল প্রধান আসরের চারটি সিটের জন্য লড়াই করবে।
নারী টি২০ বিশ্বকাপ কোয়ালিফায়ারের আয়োজক হিসেবে নেপালকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই টুর্নামেন্ট আগামী বছর দেশের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছে, ২০২৬ সালের নারী টি২০ বিশ্বকাপের কোয়ালিফায়ার টুর্নামেন্টের অফিসিয়াল আয়োজক হবে নেপাল। এই প্রতিযোগিতা ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর লোয়ার মুলপানী ও আপার মুলপানী ক্রিকেট স্টেডিয়ামে। এখনও আইসিসি সম্পূর্ণ ম্যাচসূচি প্রকাশ করেনি।
“দলগুলো বিশ্বকাপের মূল পর্বের চারটি আসনের জন্য লড়াই করবে।” নারী টি২০ বিশ্বকাপের দশম সংস্করণ ২০২৬ সালের জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হবে।
এখন পর্যন্ত পাঁচটি দল কোয়ালিফায়ারে খেলবে নিশ্চিত করেছে। বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে অংশগ্রহণের মাধ্যমে কোয়ালিফায়ারে উঠেছে। থাইল্যান্ড ও আয়োজক নেপাল এসেছে এশিয়া রিজিওনাল কোয়ালিফায়ার থেকে, আর যুক্তরাষ্ট্র এসেছে আমেরিকার রিজিওনাল কোয়ালিফায়ার থেকে।
বাকি পাঁচটি দল এফ্রিকা ও ইউরোপ কোয়ালিফায়ার থেকে দুইটি করে দল এবং ইস্ট এশিয়া-প্যাসিফিক থেকে একটি দল করে আসবে।
কোয়ালিফায়ারে এই দশটি দল দুইটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল সুপার সিক্স পর্বে উঠবে, যা ফাইনালে নিয়ে যাবে।
২০২৬ সালের নারী টি২০ বিশ্বকাপে প্রথমবারের মতো ১২ দল অংশ নেবে। আগের সংস্করণে ১০টি দল অংশ নিয়েছিল, যেখানে ফাইনালে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল।