পিএসজির এক ম্যাচ দেখা গেল দুই নেইমারকে
পিএসজিতে যোগদানের পর পঞ্চমবারের মতো লাল কার্ড দেখলেন নেইমার

![2.jpg [ 2.jpg ]](https://img.midfield.live/storage/2022/12/29/8f81f09720ee28fb8dae83efcfff5812f6a72c71.jpg)
২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে প্যারিসে পাড়ি জমান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। প্যারিসে নিজেকে বেশ ভালোভাবে মেলে ধরেছিলেন তিনি। কিন্তু তাকে নিয়ে সমালোচনাটা যেন কোনদিনই থামেনি। তাকে নিয়ে সমালোচনা করার প্রধান কারণ ছিল তার খেলার ধরন এবং ব্যক্তিত্ব নিয়ে।
নিজ ক্লাবের সমর্থকদের থেকে শুনতে হয়েছে নেইমার নাকি ছিচ্কাঁদুনে। তাকে ফুলের টোকা দিলেও তিনি পড়ে যান। কিন্তু নেইমার তার খেলার মাধ্যমে সকল সমর্থককে চুপ করিয়ে রেখেছিলেন। তবে এবার বিশ্বকাপের পর একই ম্যাচে দুইরূপী নেইমারকে দেখলেন সমর্থকরা।
বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল পিএসজি। পিএসজি ঘরের মাঠে খেলতে নেমেছিল স্ত্রাসবুর্গের বিরুদ্ধে। ম্যাচে দারুণ খেলছিলেন নেইমার। ম্যাচের ১৪ তম মিনিটে নেইমারের দারুন ক্রস থেকে মাথা ছুঁয়ে দলকে এগিয়ে দেন মারকুইনহোস।
প্রথমার্ধে আর কোন দল গোলের দেখা না পেলে ১-০ ব্যবধানে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে আবারো মারকুইনহোস গোল করেন তবে এবার নিজেদের জালে বল জড়িয়ে ফেলেন তিনি। ম্যাচের ৫০ মিনিটে আদ্রিয়ান থমাসনের একটি ক্রস আটকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন মারকুইনহোস।
স্ত্রাসবুর্গ সমতায় ফিরলেই দিশেহারা হয়ে যান নেইমার। ম্যাচের ৬১ মিনিটে ফাউল করায় হলুদ কার্ড দেখেন নেইমার। তারপর ৬২ তম মিনিটে স্ত্রাসবুর্গৈর ডিবক্সে পেনাল্টি আদায় করার জন্য ডাইভ দেন নেইমার। রেফারি ও সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান নেইমারকে। যার ফলে ৬২ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। নেইমার একই ম্যাচ দলের হিরো থেকে ভিলেন বনে গেলেন।
তবে নেইমার মাঠ ছাড়লেও শেষ পর্যন্ত এমবাপ্পের কল্যাণে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে পিএসজি। যোগ করার সময়ে এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পায় পিএসজি। সেখান থেকে কোন ভুল করেনি এমবাপ্পে। যার ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে ছেড়েছে এমবাপ্পেরা।