সুন্দরী ব্রাজিল মডেলের প্রেমে পড়েছেন নেইমার
২০১৪ সালে সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন জেসিকা তুরিনি

![processed-08a3b6a8-1fc9-42d0-b28b-70957d74c265_WaTatG8F.jpeg [ processed-08a3b6a8-1fc9-42d0-b28b-70957d74c265_WaTatG8F.jpeg ]](https://img.midfield.live/storage/2023/01/03/804c4d98c8b4cb201804b50a919a4af1e469ee19.jpeg)
মাঠের ভেতরে বা বাইরে সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। আলোচনা বা সমালোচনা সবকিছুতেই উঠে আসে নেইমারের নাম। এবার আবার তার নাম নতুন করে উঠে এসেছে। তার নতুন প্রেমিকার জন্য।
নেইমার আবার নতুন করে প্রেমে পড়েছেন বলে দাবি করেছে, ব্রাজিলিয়ান গণমাধ্যম জিশোডটগ্লোবো। নেইমার আগেও বহু নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। ব্রুনা মার্কেজিন, লারিসা মাচেদো মাচাদো, থাইলা আয়লা, কারোলিনা দানলাস, বারবারা ইভানস, লারিসা অলিভেইরার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নেইমার। নেইমারের প্রেমিকাগুলোর মধ্যে বেশিরভাগেই পেশা মডেলিং।
নেইমার এবার যার সঙ্গে নতুন করে প্রেমে জড়িয়েছেন তার পেশাও মডেলিং। তার নাম জেসিকা তুরিনি। তার প্রথম আবির্ভাব ঘটে কাতার বিশ্বকাপে। সেখানে তাকে ব্রাজিলের সমর্থন করতে দেখা যায়।
২০১৪ সালে সুন্দরী প্রতিযোগিতায় মিস এসপিরিতো সান্তোতে প্রথম হয়েছিলেন জেসিকা তুরিনি। তার বয়স ৩০ বছর। জেসিকা মডেলিংয়ের পাশাপাশি সমাজ সেবারও কাজ করে থাকেন। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য নেইমার প্যারিস একটি পার্টি রেখেছিলেন। সেই পার্টিতেও দেখা যায় জেসিকা তুরিনিকে।