![Yellow and Black Modern How To Make YouTube Thumbnail.jpg [ Yellow and Black Modern How To Make YouTube Thumbnail.jpg ]](https://img.midfield.live/storage/2023/01/06/11dcb16612aa17543b7bad44f744ce03b6bc482e.jpg)
এবারের বিপিএলে বিতর্কের কোন কমতি ছিল না। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তাজা সকলেই সমালোচনা করেছেন বিপিএলকে। বিপিএলের কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
বিতর্কের মাঝেই শুরু হতে যাচ্ছিল বিপিএলের উদ্বোধনী ম্যাচ। তবে ম্যাচ শুরু হওয়ার এক ঘন্টা আগে আবার নতুন বিতর্কের জন্ম দিল বিপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট সানরাইজার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২ টা ৩০ মিনিটে। সে হিসেবে টস হওয়ার কথা ছিল দুপুর ২ টায়। কিন্তু দুই দলের অধিনায়ক সিলেট সানরাইজার্সের মাশরাফি বিন মুর্তাজা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শুভাগত হোম ১ টা ৩০ মিনিটে টস করতে মাঠে নেমে গেলেন।
টস ৩০ মিনিট আগে হাওয়ায় বিভ্রান্তিতে পড়ে গেল সবাই। একটু পরেই জানা গেল ম্যাচ ৩০ মিনিট এগিয়ে আনা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত কেন নেয়া হলো তার ব্যাখ্যা দেয়া হয়নি।
তবে গতবারের বিপিএলেও সময় পরিবর্তন করা হয়েছিল। কারণ সাধারণত বিপিএল শীতকালে অনুষ্ঠিত হয়। শীতকালে কুয়াশা ও শিশিরের প্রভাবের কারনেই ম্যাচের সময় কিছুটা এগিয়ে আনা হয়।
তাই আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচটি ৭ টা ১৫ মিনিটের পরিবর্তে ৭ টায় শুরু হবে। সপ্তাহের অন্যান্য দিনের ম্যাচগুলোর সময়ও পরিবর্তন আনা হয়েছে। দুপুরের ম্যাচগুলো ২ টার পরিবর্তে ১ টা ৩০ মিনিটে এবং রাতের ম্যাচগুলো ৭ টার পরিবর্তে ৬ টা ৩০ মিনিটে শুরু হবে।