![processed-ad9ae6cd-b574-41fe-a1d6-2d80dd386c39_ANbu6cv9-1.jpeg [ processed-ad9ae6cd-b574-41fe-a1d6-2d80dd386c39_ANbu6cv9-1.jpeg ]](https://img.midfield.live/storage/2023/02/04/69cee8440db64377e95360eee8d13fd3388ea7e4.jpeg)
২০২২/২০২৩ মৌসুমের শুরু থেকে আর্সেনাল হয়ে ওঠে অপতিরোধ্য। কিছুদিন আগেই ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন,"আর্সেনাল তাদের খেলা অব্যাহত রাখলে ম্যানসিটি কখনোই আর্সেনালকে ধরতে পারবে না।"
পেপ গার্দিওলার এমন বক্তব্যের পরেই পরপর দুইটি ম্যাচ হেরেছে আর্সেনাল। দুই ম্যাচের মধ্যে একটিতে সিটির কাছে হেরেছে আর্সেনাল। এফএ কাপের চতুর্থ রাউন্ডে ১-০ গোলের ব্যবধানে ম্যানসিটির বিরুদ্ধে হেরেছে আর্সেনাল।
আর দ্বিতীয় ম্যাচটি হেরেছে এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে অন্যতম বাজে মৌসুম পার করা দল এভারটনের বিরুদ্ধে। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় আর্সেনাল ও এভারটন। সেখানে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে এভারটন।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। ম্যাচে ৭১ শতাংশ বল দখলে নিয়ে ১৫ টি শট নিয়েছিল আর্সেনাল। যার মধ্যে ৩ টি শট ছিল লক্ষ্যে। কিন্তু গোলের দেখা পাইনি আর্সেনাল। উল্টো ৬০ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বল থেকে মাথা ছুঁয়ে ১-০ গোলের ব্যবধান গড়েন এভারটন ডিফেন্ডার জেমস তারকোস্কি। তারপরে কোন দলই আর গোলের দেখা না পেলে ঘরের মাঠ থেকে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এভারটন।
ম্যাচটি হেরেও পয়েন্ট তালিকার প্রথম স্থানে রয়েছে আর্সেনাল। ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে আর্সেনাল। আর্সেনাল হারায় কিছুটা স্বস্তিতে ম্যানসিটি। এখন ম্যানসিটির সঙ্গে আর্সেনালের পয়েন্ট ব্যবধান ৫। ২০ ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানসিটি। ম্যাচটি থেকে পূর্ণ ৩ পয়েন্ট পেলে আবারো ৮ পয়েন্টের ব্যবধান হত দুইদলের মধ্যে। কাজেই আর্সেনাল ম্যাচটি হারায় যথেষ্ট খুশি হবেন পেপ গার্দিওলা।