ফুটবল

রিয়াল মাদ্রিদের হার, বার্সেলোনার জয়

desk

৬ ফেব্রুয়ারি ২০২৩, দুপুর ১২:৫২ সময়

[ processed-d80bb8f3-ca18-4df3-85dd-67865602899d_YjA99TTp-1.jpeg ]

গতকাল রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা খেলতে নেমেছিল। সেখানে বার্সেলোনার প্রতিপক্ষ ছিল সেভিয়া আর রিয়ালের প্রতিপক্ষ মায়োর্কা। বার্সেলোনা জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেও হারতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।

ঘরের মাঠে বার্সেলোনা শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে। যদিও প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৫৮ মিনিট পর্যন্ত। এরপর ৭০ ও ৭৯ মিনিটে আরো দুটি গোলের দেখা পায় বার্সেলোনা। বার্সেলোনার হয়ে তিনটি গোল করেছেন আলবা, গাভি ও রাফিনহা। যার ফলে ৩-০ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল।

অন্যদিকে মায়োর্কার ঘরের মাঠে খেলতে নেমে ১-০ গোলের ব্যবধানে হেরেছে মাদ্রিদ। ম্যাচের শুরুতেই ১৩ মিনিটে নাচোর আত্মঘাতি গোলে এগিয়ে যায় মায়োর্কা। রিয়াল মাদ্রিদ হয়ে ম্যাচের ৬০ মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন মার্কো এসেন্সিও। পেনাল্টি বক্সে ভিনিসিয়াসকে ফাউল করলে পেনাল্টি পায় মাদ্রিদ। সেই সুযোগটিই কাজে লাগাতে পারেননি মার্কো এসেন্সিও। এরপর রিয়াল মাদ্রিদ আক্রমণ করলেও শেষ পর্যন্ত গোলের দেখা না পেয়ে ১-০ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে তারা।

রিয়াল মাদ্রিদ এই হারের ফলে বার্সেলোনা থেকে ৮ পয়েন্টে পিছিয়ে রইল তারা। রিয়াল মাদ্রিদ লা লিগায় শেষ পাঁচ ম্যাচে দুইটিতে জয়, দুইটি হার এবং একটি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে বার্সেলোনা লা লিগায় শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতে জয় পেয়েছে।

বার্সেলোনা এই জয়ে তাদের শীর্ষ স্থান আরোও মজবুত করল। ২০ ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ২০ ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

//