নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন এবার খেলবেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে।
কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই জাতীয় দলের ম্যাচ বেছে বেছে খেলা শুরু করেছেন উইলিয়ামসন। আগামী মাসে দেশের মাটিতে আয়োজিত তিন ম্যাচের ছোট টি-টোয়েন্টি সিরিজে তাকে দেখা যাবে না।
উইলিয়ামসন মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি মনোযোগ দিচ্ছেন। গত মাসে জিম্বাবুয়ে সফরের টেস্ট ও ত্রিদেশীয় সিরিজেও খেলেননি তিনি। সেই সময় মিডলসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট ও টি-টোয়েন্টি ব্লাস্টে, আর লন্ডন স্পিরিটের হয়ে দা হান্ড্রেড টুর্নামেন্টে অংশ নেন। দেশের হয়ে সর্বশেষ মাঠে দেখা গিয়েছিল তাঁকে গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে।
কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও উইলিয়ামসনের সঙ্গে ‘ক্যাজুয়াল অ্যাগ্রিমেন্ট’ আছে। এর মাধ্যমে দুই পক্ষের সমঝোতায় তিনি নির্দিষ্ট কিছু সিরিজ ও টুর্নামেন্টে খেলবেন। ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের মূল নজর আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে।
উইলিয়ামসনের মতো আরও চার ক্রিকেটারের সঙ্গে করা হয়েছে এমন ক্যাজুয়াল অ্যাগ্রিমেন্ট—ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, লকি ফার্গুসন ও টিম সাইফার্ট। আগামী বিশ্বকাপের আগে তারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলবেন। তবে উইলিয়ামসনের ইচ্ছায় তাকে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছাড়া হয়েছে।
চোটের কারণে অ্যালেনও এই সিরিজে খেলতে পারবেন না।
অক্টোবরের ১, ৩ ও ৪ তারিখে মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নিউ জিল্যান্ড দলের ঘোষণার কথা এই সপ্তাহেই জানা যাবে।