জিনেদিন জিদান এবং ফরাসি ফুটবল যেন একে অপরের প্রতিশব্দ। ফ্রান্সের জার্সিতে তিনি দীর্ঘকাল ধরে সর্বকালের সেরা হিসেবে স্বীকৃত। এবার তার ছেলে লুকা জিদান আন্তর্জাতিক ফুটবলে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানায়, ২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফিফার অনুমতি পেয়ে আলজেরিয়ার জার্সিতে খেলবেন। বর্তমানে তিনি স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাব গ্রানাডায় খেলছেন।
লুকার জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও আলজেরিয়ার নাগরিকত্বও আছে। তার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত; দাদা ইসমাইল ও দাদি মালিকা আলজেরিয়ার।
রিয়াল মাদ্রিদের একাডেমি থেকেই ফুটবল ক্যারিয়ার শুরু লুকার। পরে খেলেছেন রেসিং সান্তেন্দার, রায়ো ভায়েকানো ও আইবারে। চলতি মৌসুমে গ্রানাডায় যোগ দিয়ে চার ম্যাচ খেলে ফেলেছেন। ২০১৮ সালে ফ্রান্স অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলের ডাক পাননি। ফ্রান্স জাতীয় দলের সুযোগ সীমিত হওয়ায় আলজেরিয়ার হয়ে খেলার পথ বেছে নেন তিনি।
তবে আলজেরিয়া দলে জায়গা করা সহজ হবে না। সেখানে তাকে প্রতিযোগিতা করতে হবে অ্যান্থনি মান্দ্রেয়া, আলেক্সিস গুয়ানদুজ ও উসামা বেনবটের মতো অভিজ্ঞ গোলরক্ষকদের সঙ্গে। চোটের কারণে দলের অভিজ্ঞ গোলরক্ষক আলেক্সান্দ্র ওকিদজা অনুপস্থিত।
আলজেরিয়া আগামী অক্টোবরের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ে সোমালিয়া ও উগান্ডার সঙ্গে মাঠে নামবে। ডিসেম্বরে দল অংশ নেবে আফ্রিকা কাপ অব নেশনসে। লুকার তিন ভাইও ফুটবলের সঙ্গে যুক্ত; বড় ভাই এনজো মিডফিল্ডার হিসেবে ২৯ বছর বয়সে অবসর নিয়েছেন, আর থিও ও এলিয়াজ বর্তমানে স্পেনের রিয়াল বেতিসে খেলছেন।