ওয়ারিয়র্স শিরোপা লড়াইয়ে তেমন জমাতে পারেনি, আর তাতে খুশি ছিল না দর্শকরা। তবে ত্রিনবাগো নাইট রাইডার্স আবারও চ্যাম্পিয়ন হয়ে দেখাল তাদের দাপট।
শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষকে সীমিত করতে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন আকিল হোসেন। পরে ছোট রানে প্রয়োজনীয় ইনিংস খেলে দলকে জয় নিশ্চিত করেন তিনি। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতল ত্রিনবাগো নাইট রাইডার্স।
ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগের ত্রয়োদশ আসরে ওয়ারিয়র্সের লড়াই তেমন জমতে পারেনি। বোলারদের দাপটেই ১২ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয় নিশ্চিত করে ত্রিনবাগো। ১৩০ রানের লক্ষ্য ১৮ ওভারে পূরণ করে তারা।
রানের তাড়া করতে গিয়ে ১৫ ও ১৬তম ওভারে তিনটি উইকেট হারিয়ে কিছুটা শঙ্কায় পড়ে দল। তখনই ক্রিজে যান আকিল হোসেন। দলের জন্য তখন ২২ বলে ১৫ রান প্রয়োজন ছিল। শেষ পর্যন্ত তিনি ছক্কা ও চার হাঁকিয়ে ম্যাচ শেষ করেন।
শেই হোপ ও শিমরন হেটমায়ারের উইকেট নিয়েছেন আকিল, ব্যাট হাতে ৭ বলে ১৬ রান করে জয় নিশ্চিত করেন। চার ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নেওয়া সৌরভ নেত্রাভালকার ছিলেন ত্রিনবাগোর সফলতম বোলার।
ত্রিনবাগোর পক্ষ থেকে সর্বোচ্চ ২৬ রান করেছেন অ্যালেক্স হেলস। ওয়োরিয়র্সের ইনিংসে প্রথমে উইকেট হারায় কুইন্টন স্যাম্পসন ও কাইরন পোলার্ড। প্রথম ওভারেই শূন্য রানে পোলার্ডের হাতে ধরা পড়েন ওপেনাররা।
ষষ্ঠ উইকেটে ইফতিখার আহমেদ ও ডোয়াইন প্রিটোরিয়াসের ব্যাটে ৪৩ রানের জুটি গড়লেও তা ভাঙেন নেত্রাভালকার। প্রিটোরিয়াসকে ফেরানোর মধ্য দিয়ে পোলার্ড টি-টোয়েন্টিতে ৪০০ ক্যাচের মাইলফলক স্পর্শ করেন। শেষ ওভারের প্রথম বলেই ইফতিখারকে ফিরিয়ে নেন নেত্রাভালকার। ওয়োরিয়র্সের ইনিংসে সর্বোচ্চ ৩০ রান করেন ইফতিখার।
ত্রিনবাগোর রান তাড়া শুরু হয় দ্রুত। কলিন মানরো তিন ওভারে ৩৩ রান করেন, তবে প্রিটোরিয়াসের বলেই ১৫ বলে ২৩ রান করে উইকেট হারান। পঞ্চম ওভারে নিকোলাস পুরান ফেরেন ১ রানে। তিন ওভার পর ড্যারেন ব্র্যাভোকে বিদায় দেন লেগ স্পিনার ইমরান তাহির।
লক্ষ্য কম হওয়ায় ত্রিনবাগো কোনো সমস্যায় পড়ে না। শেষ পর্যন্ত অ্যালেক্স হেলসের বিদায়ের পরও দলকে কোনো দুর্ভাবনায় ফেলে দেননি আকিল হোসেন। ওয়োরিয়র্সের পক্ষ থেকে সর্বোচ্চ তিন উইকেট নেন ইমরান তাহির।