মেসির না খেলার ঘোষণা আগেই দেওয়া হলেও অনেকের মধ্যে এখনও কৌতূহল ছিল।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগের দিন লিওনেল মেসির না খেলার ইঙ্গিত মিলেছিল। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে তা নিশ্চিত করা হয়। তবুও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে, কেন মেসি খেলেননি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানালেন, তার সিদ্ধান্তেই মেসি খেলেননি।
বাংলাদেশ সময় শনিবার সকালে হার্ড রক স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি ১-০ গোলে জেতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একমাত্র গোলটি করেন জিওভানি লো সেলসো।
ম্যাচ শেষে ফিরে আসে প্রশ্নটি—মেসি কেন খেললেন না?
ম্যাচের আগেই স্কালোনি জানিয়েছিলেন, “আমরা তার (মেসির) সঙ্গে কথা বলেছি। এই ম্যাচগুলো অন্য কিছু পরীক্ষা করার সুযোগ।”
ম্যাচের পরও তিনি অল্প কথায় তা পুনরায় উল্লেখ করেন, “আমার সিদ্ধান্তেই সে (মেসি) খেলেনি।”
আর্জেন্টিনা ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মেজর লিগ সকারে আতালান্তার মুখোমুখি হবে মেসির ক্লাব ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।