প্রথম সেশনের পর লাঞ্চ, দ্বিতীয় সেশনের পর চা বিরতি—টেস্ট ক্রিকেটের এই চেনা ধারাবাহিকতা চলছে যুগের পর যুগ। তবে শতবর্ষের সেই প্রথা ভাঙতে যাচ্ছে এবার। গুয়াহাটিতে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টে লাঞ্চের আগেই দেওয়া হবে চা বিরতি!
দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে আগামী ২২ নভেম্বর। এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে লাঞ্চের আগে চা বিরতি দেখা যাবে। ভারতের পূর্বাঞ্চলে সূর্যোদয় ও সূর্যাস্ত অন্যান্য অঞ্চলের চেয়ে আগে হওয়ায় এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বারসাপারা স্টেডিয়ামে খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টায়। সকাল ১১টায় শুরু হয়ে ২০ মিনিট চলবে চা বিরতি। এরপর দুই ঘণ্টা চলবে দ্বিতীয় সেশন। তারপর ৪০ মিনিটের লাঞ্চ বিরতি শেষে দুপুর ২টায় শুরু হবে তৃতীয় সেশন, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছে বিসিসিআইয়ের এক সূত্র, ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সঙ্গে আলাপে তিনি বলেন,
“গুয়াহাটিতে সূর্যোদয় হয় বেশ তাড়াতাড়ি, সূর্যাস্তও আগে হয়। তাই আমরা এবার চা বিরতির সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। এতে কিছু সময় বাঁচানো যাবে, যা ম্যাচে অতিরিক্ত খেলার সুযোগ করে দেবে।”
সাধারণত ভারতে টেস্ট ম্যাচ শুরু হয় সকাল ৯টা ৩০ মিনিটে। এরপর ১১টা ৩০ থেকে ১২টা ১০ পর্যন্ত লাঞ্চ বিরতি, তারপর দ্বিতীয় সেশন শেষে দুপুর ২টা ১০ মিনিটে ২০ মিনিটের চা বিরতি থাকে। তৃতীয় সেশন চলে বিকেল ৪টা ৩০ পর্যন্ত। প্রয়োজনে ম্যাচ অফিসিয়ালরা প্রতিদিনের খেলায় আধা ঘণ্টা অতিরিক্ত সময় দিতে পারেন, যেন ৯০ ওভার সম্পূর্ণ হয়।
দেশভেদে খেলা শুরুর সময় আলাদা হয়। যেমন ইংল্যান্ডে গ্রীষ্মকালে দিন দীর্ঘ হওয়ায় টেস্ট শুরু হয় সকাল ১১টায়। তবে সব দেশেই এখনো লাঞ্চের পর চা বিরতির ঐতিহ্য বজায় রয়েছে। কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকার গুয়াহাটি টেস্টে সেই প্রথায় আসছে নতুন পরিবর্তন।
এর আগেও রঞ্জি ট্রফিতে আগেভাগে সূর্যাস্তের কারণে একই রকম পরিবর্তন এনেছিল বিসিসিআই।