বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সংবাদকর্মীদের সংবাদ সম্মেলন বর্জনের প্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন তিনি। পাশাপাশি, ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন।
গত সোমবার ছিল বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের শেষ দিন, একই সঙ্গে দেশের অভিষেক টেস্ট খেলার ২৫ বছর পূর্তির দিনও। বিকেল ৪টায় সংবাদকর্মীদের আমন্ত্রণ জানানো হলেও, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। বিসিবির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা বার্তাও না পাওয়ায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তাকর্মীদের দুর্ব্যবহারেরও অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভাপতি আমিনুলের উপস্থিতিতে ক্ষুব্ধ সাংবাদিকরা অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন বর্জন করেন।
দুই দিন পর এক ভিডিও বার্তায় বিসিবি সভাপতি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান।
তিনি বলেন,
“গত ১০ নভেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান ও বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমি নিজে আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আপনাদের যথাযথ সম্মান দেওয়া হয়নি, আমন্ত্রণ রক্ষা করার কাজেও আমরা ব্যর্থ হয়েছি। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।”
তিনি আরও বলেন,
“আমরা খতিয়ে দেখব কেন এই ব্যর্থতা ঘটেছে, কোন বিভাগের কারণে হয়েছে এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব। ভুল আমরা করেছি, তবে ভবিষ্যতে এমন ভুল যেন আর না হয়, সে চেষ্টা করব।”
সাবেক এই অধিনায়ক সংবাদকর্মীদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন,
“আপনারা সবসময় যেমন আমাদের পাশে থেকেছেন, আগামীতেও তেমন থাকবেন। আমরা সবাই মিলে বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আপনাদের সহযোগিতাই আমাদের শক্তি।”