ভারতের সাবেক অধিনায়ক ও প্রাক্তন প্রধান নির্বাচক খুঁজে পাচ্ছেন না আকসার প্যাটেলকে গুয়াহাটি টেস্টে খেলানো হয়নি কেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত, তা মোটেই পছন্দ হয়নি কৃষ্ণমাচারি শ্রীকান্তের। দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আবারও প্রশ্ন তুললেন এই সাবেক ওপেনার, আর প্রধান কোচ গৌতাম গাম্ভিরকে দাঁড় করালেন সমালোচনার কাঠগড়ায়।
গত বছর ভারত দলে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন চার টেস্টে ভারতকে অধিনায়কত্ব করানো শ্রীকান্ত। সম্প্রতি হার্শির রানাকে দলে রাখা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। তখন হার্শিতকে গাম্ভিরের ‘অনুগত’ বলে মন্তব্য করেন শ্রীকান্ত। সেই মন্তব্যকে পরে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দেন গাম্ভির।
তবু থেমে থাকেননি শ্রীকান্ত। এবার সরাসরি প্রশ্ন তুলেছেন—কলকাতা টেস্টে খেলা বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেলকে হঠাৎ করে কেন রাখা হলো না একাদশে?
তিনি বলেন, “আকসার প্যাটেল কেন খেলছে না? সে কি ফিট না? সে সব পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্স করছিল। এত পরিবর্তন কেন? প্রতি ম্যাচেই কারো না কারো অভিষেক হচ্ছে। তারা এটাকে পরীক্ষা-নিরীক্ষা বলতে পারে।”
গাম্ভিরের দিকেই ইঙ্গিত করে আরও যোগ করেন, “গৌতাম গাম্ভির যা খুশি বলতে পারে, আমার কিছু যায় আসে না। আমি ভারতের সাবেক অধিনায়ক ছিলাম এবং সাবেক প্রধান নির্বাচকও ছিলাম। আমি জানি, কী নিয়ে কথা বলছি।”
ভারতের ব্যাটিং ব্যর্থতা নিয়েও কড়া সমালোচনা করেন শ্রীকান্ত। বিশেষ করে রিশাভ পান্তকে নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। ছক্কা মেরে ইনিংস শুরু করলেও পান্ত প্রথম ইনিংসে মাত্র ৭ রান করে আউট হন। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে কট বিহাইন্ড হন তিনি।
পান্তের ব্যাটিং নিয়ে শ্রীকান্তের মন্তব্য, “তারা বলবে, এটা তার (পান্ত) সহজাত খেলা, কিন্তু সে দলের অধিনায়ক। তা কি ম্যাচ পরিস্থিতি দেখা উচিত না?”
কলকাতায় হেরে সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে ভারত। দ্বিতীয় ম্যাচেও হার এড়ানো যে কঠিন, তা স্পষ্টই বোঝা যাচ্ছে।