তবে রক্ষণভাগের দুশ্চিন্তা রেয়াল মাদ্রিদের জন্য এখনো কাটেনি।
আগামী ম্যাচে নিয়মিত স্কোয়াডের সর্বোচ্চ ১২ জন খেলোয়াড়কে না পাওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল, সেখানে কিছুটা স্বস্তির খবর পেয়েছে রেয়াল শিবির। চোট কাটিয়ে আবারও দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপে।
তবে এমবাপের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচে তার দল জিতেছে মাত্র দুটি। লা লিগায় পরিস্থিতি আরও হতাশাজনক—শেষ পাঁচ ম্যাচে জয় এসেছে কেবল একটিতে। এর মধ্যে ঘরের মাঠে টানা দুই ম্যাচে হারের লজ্জাও সইতে হয়েছে।
এক মাস আগেও যারা লা লিগায় পাঁচ পয়েন্টের ব্যবধানে শীর্ষে ছিল, তারাই এখন চার পয়েন্ট পিছিয়ে থেকে নেমে গেছে দ্বিতীয় স্থানে। চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলেও ইউরোপের সফলতম ক্লাবটির অবস্থান মোটেও আশাব্যঞ্জক নয়।
এই বিবর্ণতার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে খেলোয়াড়দের একের পর এক চোটে পড়াকে। রোববার দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচে নিয়মিত একাদশের ১২ জন খেলোয়াড়কে না পাওয়ার আশঙ্কার কথা শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে।
তবে পরদিন সেই উদ্বেগে খানিকটা স্বস্তির ছোঁয়া লাগে। হাঁটুর চোট থেকে সেরে উঠে শনিবার দলের সঙ্গে অনুশীলন করেন ফরাসি তারকা এমবাপে। ফলে আলাভেসের বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনাও বেশ জোরালো বলে মনে করা হচ্ছে।
আলাভেসের মাঠে রোববার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
তবে চোটের ধাক্কায় এই ম্যাচে রক্ষণভাগে প্রথম পছন্দের কাউকেই হয়তো পাবেন না রেয়াল কোচ শাবি আলোন্সো। এমনকি প্রয়োজনে হাত বাড়াতে হতে পারে ক্লাবের ‘বি’ দলের দিকেও।
ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, দানি কার্ভাহাল, ডাভিড আলাবা, ফেরলঁ মঁদি ও এদের মিলিতাও নিশ্চিতভাবেই থাকছেন না দলে। পাশাপাশি নিষেধাজ্ঞার কারণে আলাভেস ম্যাচ মিস করবেন ফ্রান গার্সিয়া ও আলভারো কারেরাস।
এছাড়া দুই মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ফেদে ভালভের্দে এবং দুই ডিফেন্ডার আন্তোনিও রুডিগার ও ডিন হাউসেনের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রেয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৪০ পয়েন্ট।