দেড় দশক পর লিস্ট ‘এ’-তে ফিরলেন কোহলি, ঝকঝকে সেঞ্চুরি
ওয়ানডের বাইরে এক যুগের বেশি সময় পর লিস্ট ‘এ’ ক্রিকেটে ফেরলেন ভারতের ব্যাটিং মাস্টার ভিরাট কোহলি। দেড় দশকের অপেক্ষার পর ভিজায় হাজারে ট্রফিতে ফিরে তিনি উপহার দিলেন অসাধারণ ব্যাটিং ক্লাস। দুটি শতরানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করলেন ঝকঝকে সেঞ্চুরিতে।
বুধবার বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে দিল্লি আন্ধ্রাকে ৪ উইকেটে হারায়। প্রতিপক্ষের ২৯৮ রান পেরিয়ে দিল্লি পৌঁছায় জয়ের দূরত্বে, ৭৪ বল বাকি থাকতে।
জয়ের নায়ক ছিলেন কোহলি। ১০১ বল খেলে ৩ ছক্কা ও ১৪ চারে ১৩১ রানের অসাধারণ ইনিংস খেলেন। এটি তার লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৮তম সেঞ্চুরি এবং ভিজায় হাজারে ট্রফিতে পঞ্চম।
ম্যাচের শুরুতে তৃতীয় বলে আউট হওয়া আর্পিত রানার পরে ক্রিজে যান কোহলি। দ্বিতীয় উইকেটে প্রিয়ানশ আরিয়ার সঙ্গে গড়ে তুলেন ১১৩ রানের জুটি। তৃতীয় উইকেটে নিতিশ রানারের সঙ্গে ১৬০ রানের জুটিতে দলকে জয়ের দুয়ারে পৌঁছে দেন।
ম্যাচ শেষ পর্যন্ত খেলতে না পারলেও সত্যনারায়না রাজুর বলে শেখ রাশিদকে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। জয়ের জন্য তখন দরকার ছিল মাত্র ২৫ রান।
দিল্লির অধিনায়ক ছিলেন জাতীয় দলের কিপার-ব্যাটসম্যান রিশাভ পান্ত। তিনে এসে ৯ বল খেলে ৫ রান যোগ করলেও দলের জয় নিশ্চিত হয়।
কোহলির খেলা এ ম্যাচে ভক্তদের নজর কাড়েছিল। নিরাপত্তার কারণে দুই দফায় ভেন্যু বদল করে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে আনা হয় ম্যাচ। এখানে তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের রেকর্ড গড়েন, ভারতের অন্য ব্যাটিং লেজেন্ড সাচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে যান। টেন্ডুলকার এই রেকর্ড করেছেন ৩৯১ ইনিংসে, যেখানে কোহলির জন্য লেগেছে মাত্র ৩৩০ ইনিংস।