ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপে গ্যাবনের জাতীয় দল ঝুঁকিতে
ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের কারণে গ্যাবনের ফুটবল এখন নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়ে গেছে।
আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্ব থেকে গ্যাবনের বিদায়ের পর দেশটির সরকার এক বিরল সিদ্ধান্ত নিয়েছে। পুরো কোচিং স্টাফ ও দুই খেলোয়াড়কে বহিষ্কার করার পাশাপাশি জাতীয় দলের ওপর স্থগিতাদেশ জারি করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী।
মরক্কোয় চলমান আসরে বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোত দি ভোয়ার বিপক্ষে ৩-২ গোলে হেরে বিদায় নেয় গ্যাবন। পরবর্তীতে টেলিভিশনে জাতীয় দলের ওপর স্থগিতাদেশের ঘোষণা দেন ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী সিম্পলাইস-দিজিরে মাম্বোলা।
“আফ্রিকা কাপ অব নেশনসে প্যান্থার্সের (গ্যাবন জাতীয় দলের ডাক নাম) বিব্রতকর পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে কোচিং স্টাফ ভেঙে দেওয়ার, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় দলকে স্থগিতাদেশ এবং খেলোয়াড় ব্রুনো ইকুয়েল মাঙ্গা ও পিয়েরে-এমেরিক অবামেয়াংকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।”
মহাদেশ সেরার প্রতিযোগিতায় ‘এফ’ গ্রুপে প্রথম দুই রাউন্ডে ক্যামেরুন ও মোজাম্বিকের বিপক্ষে হেরে বিদায় নিশ্চিত করে গ্যাবন। শেষ ম্যাচে শিরোপাধারী কোত দি ভোয়া তাদের নিয়মিত খেলোয়াড়দের অনেককে বিশ্রামে রেখে মাঠে নামে; ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও তিন গোল হজম করে হেরে যায় গ্যাবন।
অনেকেই ধারণা করেছিলেন, কোত দি ভোয়ার ম্যাচে হয়তো অবামেয়াংয়ের প্রায় দেড় দশকের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হবে। তবে অবামেয়াং ও মাঙ্গা কেউই ওই ম্যাচে খেলেননি। ঊরুর চোটের কারণে অবামেয়াং ক্লাব মার্সেইয়ে ফিরে গেছেন।
২০১৫ সালে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়া অবামেয়াং সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন, “আমি মনে করি দলের সমস্যাগুলো আমি ব্যক্তির চেয়ে অনেক গভীরে।”
৩৬ বছর বয়সী অবামেয়াং ও ৩৭ বছর বয়সী ডিফেন্ডার মাঙ্গার সম্ভবত এখানেই তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন।
ফিফা কোনো দেশের ফুটবল ফেডারেশনে সরাসরি বা বাইরের হস্তক্ষেপকে কখনো মেনে নেয় না। এই ধরনের ঘটনায় সংশ্লিষ্ট দেশকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। এবার সরকারি হস্তক্ষেপের কারণে গ্যাবনও সেই ঝুঁকিতে পড়েছে।