বাংলাদেশকে ভারতেই খেলতে বাধ্য করতে আইসিসি ভেন্যু পরিবর্তন করতে পারে—এমন খবর ছড়িয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।
সংবাদে বলা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো ভারতেরই অন্য দুটি ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিতে পারে আইসিসি। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব দেবাজিৎ সাইকিয়া জানিয়েছেন, ভেন্যু পরিবর্তন নিয়ে এখনো আইসিসির পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি। তিনি বলেন, এ বিষয়ে আইসিসি কোনো সিদ্ধান্ত জানালে আয়োজক হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিসিসিআই।
নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে দুই দফায় আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশের ম্যাচগুলোর জন্য বিকল্প ভেন্যু বিবেচনা করছে আইসিসি। তবে লজিস্টিক জটিলতার কারণে সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার সম্ভাবনা কম। সে কারণেই ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। জানা গেছে, কলকাতা ও মুম্বাইয়ের বদলে চেন্নাই ও ত্রিভান্দ্রামকে সম্ভাব্য বিকল্প হিসেবে দেখা হচ্ছে।
বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া বলেন, এ বিষয়ে এখনো আইসিসির কাছ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন,
“বাংলাদেশের ম্যাচ চেন্নাই বা অন্য কোথাও সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিসিআই কোনো তথ্য পায়নি। বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এটি মূলত বিসিবি ও আইসিসির বিষয়, কারণ আইসিসিই নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি যদি ভেন্যু পরিবর্তন নিয়ে কোনো সিদ্ধান্ত আমাদের জানায়, তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আপাতত এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই।”
এই টানাপোড়েনের শুরু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও কিছু ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে বাংলাদেশি এই পেসারকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। পরে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়।
এর পাল্টা প্রতিক্রিয়ায় নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আগামী মাসের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অবস্থান জানায় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের জন্য আইসিসিকে চিঠিও পাঠানো হয়। পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করে বলেন, ভারতের অন্য কোনো শহরে খেলার প্রস্তাব এলেও বিসিবি তা মেনে নেবে না।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও কলকাতায় খেলবে বাংলাদেশ, আর শেষ ম্যাচটি নেপালের বিপক্ষে হওয়ার কথা মুম্বাইয়ে।