ভারতের ভিসার জন্য করা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেছেন আলি খান।
এর ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে এই ফাস্ট বোলারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত আলি খান জানান, ভারতীয় ভিসা না পাওয়ায় তিনি বড় এই টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে সংশয়ে আছেন।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত বিশ্বকাপের জন্য এখনো আনুষ্ঠানিক দল ঘোষণা করেনি যুক্তরাষ্ট্র। ৩৫ বছর বয়সী আলি খান মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে লেখেন, “ভারতীয় ভিসা প্রত্যাখ্যান, কিন্তু জয়ের জন্য কেএফসি।”
আলি খানের সেই স্টোরি শেয়ার করে যুক্তরাষ্ট্রের ক্রীড়া সাংবাদিক পিটার ডেলা পেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ভিসা না পাওয়ার তালিকায় যুক্তরাষ্ট্র দলের পাকিস্তানি বংশোদ্ভূত আরও তিন ক্রিকেটার রয়েছেন।
তিনি লেখেন, “আলি খানের ইনস্টাগ্রাম স্টোরি অনুযায়ী, আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের সঙ্গে ভ্রমণের জন্য তার ভারতীয় ভিসার আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। একই অবস্থায় আছেন শায়ান জাহাঙ্গির, এহসান আদিল ও মোহাম্মাদ মহসিন। এতে যুক্তরাষ্ট্রের সুপার এইটে ওঠার সম্ভাবনায় বড় ধাক্কা লাগতে পারে।”
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির চলমান টানাপোড়েনের মধ্যেই এ খবর সামনে এলো।
তবে বিভিন্ন দলের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতের ভিসা পেতে জটিলতায় পড়া নতুন নয়। অতীতে ভারতে সিরিজ বা টুর্নামেন্ট খেলতে গিয়ে একই সমস্যার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা, ইংল্যান্ডের রেহান আহমেদ ও শোয়েব বাশিরসহ আরও কয়েকজন ক্রিকেটার।
পাকিস্তানের পাঞ্জাবে জন্ম ও বেড়ে ওঠা আলি খানের। ১৮ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র দলের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন এই পেসার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিলেন তিনি, যেখানে ভারতের রিশাভ পান্তের উইকেটও নিয়েছিলেন।
বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে নিয়মিতই দেখা যায় আলি খানকে। ২০২০ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে সুযোগ পেলেও চোটের কারণে মাঠে নামা হয়নি তার।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৯৯ ম্যাচে ৯৪ উইকেট শিকার করেছেন আলি খান। ক্যারিয়ারসেরা বোলিং ৬ রানে ৪ উইকেট।
আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা যুক্তরাষ্ট্র দলের।