BN

দারুণ লড়াইয়ে সাফ ফুটসালে ভারতকে আটকাল বাংলাদেশ

দারুণ লড়াইয়ে সাফ ফুটসালে ভারতকে আটকাল বাংলাদেশ

প্রথমার্ধে দু’বার এগিয়ে গিয়ে আরও ভালো কিছুর স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশ। শুরু থেকে

প্রথমার্ধে দু’বার এগিয়ে গিয়ে আরও ভালো কিছুর স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশ।

শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টানটান উত্তেজনা ও জমজমাট লড়াই। কিন্তু কেউই আর জয়সূচক গোলের দেখা পায়নি। ফলে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ শুরু হলো ভারত ও বাংলাদেশের ৪–৪ ড্র দিয়ে।

বুধবার থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে ভারতের বিপক্ষে সমতায় শেষ করে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে দুই দলই ছিল ২–২ সমতায়।

রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের পরবর্তী ম্যাচ শুক্রবার, প্রতিপক্ষ মালদ্বীপ।

ভারতের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই দারুণ পারফরম্যান্সের ইঙ্গিত দেয় বাংলাদেশ। এই অর্ধেই হয় চারটি গোল। নবম মিনিটে রাহবার খানের পাস থেকে ডান দিক দিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন মঈন আহমেদ, এগিয়ে যায় বাংলাদেশ। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি দলটি। কিছুক্ষণের মধ্যেই আনমোল অধিকারী গোল করে ভারতকে সমতায় ফেরান।

বিরতির বাঁশি বাজার আগে আসে আরও দুই গোল। ১৬তম মিনিটে মঈনের বাড়ানো বলে গোল করে বাংলাদেশকে আবারও এগিয়ে দেন রাহবার খান। কিন্তু অর্ধের শেষ দিকে ভারতের লালসোয়ামপুইয়ার শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে পড়ে, সমতা ফিরে আসে ম্যাচে।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের গতি ও উত্তেজনায় কোনো ঘাটতি ছিল না। ২৭তম মিনিটে লালরিনজুয়ালার শট বুক দিয়ে জালে ঠেলে দিয়ে ভারতকে এগিয়ে নেন রোলুয়াপুইয়া। তবে অল্প সময়ের মধ্যেই দূরূহ কোণ থেকে মঈনের নিখুঁত শটে আবারও সমতায় ফেরে বাংলাদেশ।

৩৬তম মিনিটে গোলকিপার পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় বিপদে পড়ে বাংলাদেশ। সেই সুযোগে সতীর্থের পাস পেয়ে ফাঁকা জালে সহজেই বল পাঠান রোলুয়াপুইয়া, ফের এগিয়ে যায় ভারত।

তবে নাটকীয়তা তখনও শেষ হয়নি। ভারতের আনমোল বলের নিয়ন্ত্রণ হারালে তা পেয়ে যান বাংলাদেশ অধিনায়ক রাহবার খান। দুর্দান্ত ক্ষিপ্রতায় বল নিয়ন্ত্রণে এনে নিখুঁত শটে জালে বল পাঠান তিনি, ৪–৪ সমতায় ফেরান বাংলাদেশকে।

শেষ পর্যন্ত আর কোনো দলই জয়সূচক গোল করতে না পারায় উত্তেজনাপূর্ণ এই ম্যাচ ড্রতেই শেষ হয়।

সর্বশেষ সংবাদ

ক্রিকেটারদের দাবির মুখে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে

না খেলার অবস্থানে এখনও অনড় রয়েছেন ক্রিকেটাররা। বনানীতে আয়োজিত

ক্রিকেট

ক্রিকেটারদের দাবির মুখে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির

ফুটবল

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়

ক্রিকেট

না খেলার অবস্থানে এখনও অনড় রয়েছেন ক্রিকেটাররা। বনানীতে আয়োজিত সংবাদ

ক্রিকেট

পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ