এক সময় দুই গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবু হাল ছাড়েনি সাবিনা-মাসুরার দল।
ভারতের বিপক্ষে জয়ের ধারাটা ভুটানের বিপক্ষে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এক পর্যায়ে হারের শঙ্কাই যেন বড় হয়ে উঠেছিল। তবে লড়াই চালিয়ে গিয়ে শেষ পর্যন্ত স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।
থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শনিবার ভুটানের বিপক্ষে ৩–৩ গোলে ড্র করে বাংলাদেশ। সাফ উইমেন’স ফুটসালে দুই ম্যাচে সাঈদ খোদারাহমির দলের পয়েন্ট এখন ৪।
এর আগে ভারতকে ৩–১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ।
পঞ্চম মিনিটেই চমক দেয় ভুটান। পাকিস্তানের সঙ্গে ১–১ ড্র করা দলটি জামিয়াং চোডেনের কোনাকুনি শটে লিড নেয়। তবে দুই মিনিটের মধ্যেই সমতায় ফেরে বাংলাদেশ। দূরপাল্লার দুর্দান্ত শটে জাল খুঁজে নেন সুমাইয়া মাতসুশিমা।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ আরও জমে ওঠে। এই অর্ধের ষষ্ঠ মিনিটে সতীর্থের ব্যাক পাস থেকে নিখুঁত শটে ভুটানকে আবার এগিয়ে দেন সোনম লাহমো। কিছুক্ষণ পর সুমাইয়ার জোরাল শট ঠেকিয়ে দেন ভুটানের গোলকিপার।
এরপর গোল ছেড়ে গোলরক্ষক বেরিয়ে আসার সুযোগ কাজে লাগিয়ে সোনম আবারও লক্ষ্যভেদ করলে দুই গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে দুর্দান্ত পায়ের কারিকুরি দেখিয়ে একাধিক প্রতিপক্ষকে কাটিয়ে গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান অধিনায়ক সাবিনা।
এরপর মাঝমাঠ থেকে দ্রুততায় বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় গোল করে সমতা ফেরান মাসুরা পারভীন।
শেষ দিকে ভুটানের অর্ধে চাপ বাড়ায় বাংলাদেশ। তবে সাবিনার শট ও কর্নার থেকে মাসুরার প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী সোমবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।