বোলিংয়ে দুটি উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৯০ বলে ৭৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
আগে বল হাতে দুই উইকেট শিকার করেন জো রুট, পরে ব্যাটিংয়ে দায়িত্ব নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। কম রানের ম্যাচে শ্রীলঙ্কাকে সহজেই হারিয়ে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ উইকেটের জয় পায় হ্যারি ব্রুকের দল। শ্রীলঙ্কার করা ২১৯ রানের লক্ষ্য ২২ বল হাতে রেখেই টপকে যায় সফরকারীরা।
পাঁচটি চারসহ ৯০ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন রুট। দুই দলের আর কোনো ব্যাটসম্যানই ৪৫ রানের ঘর পেরোতে পারেননি। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও ওঠে রুটের হাতেই।
টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের স্পিন আক্রমণের সামনে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। ম্যাচে আটজন বোলার ব্যবহার করেন অধিনায়ক ব্রুক, যাদের ছয়জনই ছিলেন স্পিনার। পুরো ইনিংসে ইংলিশ স্পিনাররাই বোলিং করেন ৪০.৩ ওভার।
স্বাগতিকদের প্রথম আট ব্যাটসম্যানের সাতজন দুই অঙ্কের ঘরে গেলেও কেউই পঞ্চাশের দেখা পাননি।
ইনিংসের শুরুতেই কামিল মিশারাকে ফিরিয়ে দেন জেমি ওভারটন। এরপর থিতু হয়ে খেললেও বেশিক্ষণ টিকতে পারেননি পাথুম নিসাঙ্কা ও কুসাল মেন্ডিস।
৬৮ রানে তিন উইকেট হারানোর পর ইনিংস সামাল দেন ধনাঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালাঙ্কা। তৃতীয় উইকেটে তাদের ৬৬ রানের জুটিই ছিল শ্রীলঙ্কার একমাত্র পঞ্চাশোর্ধ্ব পার্টনারশিপ।
ডি সিলভা আউট হলে ভাঙে সেই জুটি। এক প্রান্ত আগলে রেখে লড়াই চালানো অধিনায়ক আসালাঙ্কাকেও ফেরান লেগ স্পিনার আদিল রাশিদ। ৬৪ বলে একটি চারে সর্বোচ্চ ৪৫ রান করেন তিনি।
শেষদিকে পাভান রাত্নায়েকে ও দুনিথ ওয়েলালাগের ব্যাটে দুইশ ছাড়ায় শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা চাপে পড়তে হয়নি ইংল্যান্ডকে। শুরুতেই রেহান আহমেদ ফিরলেও বেন ডাকেট ও রুটের জুটিতে ভালো শুরু পায় সফরকারীরা।
জেফ্রি ভ্যান্ডারসের বলে ডাকেট বোল্ড হলে ভাঙে ৬৮ রানের উদ্বোধনী জুটি। এরপর দ্রুত ফেরেন জ্যাকব বেথেল।
চতুর্থ উইকেটে অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে রুটের ৮১ রানের জুটিতে ম্যাচ প্রায় মুঠোয় নিয়ে নেয় ইংল্যান্ড। সহজাত আক্রমণাত্মক ব্যাটিং ছেড়ে সাবধানী পথে হাঁটেন ব্রুক, আর নিজের ছন্দে এগিয়ে যান রুট।
আসিথা ফার্নান্দোর বলে রুট আউট হলে ভাঙে সেই জুটি। এরপর ব্রুকও শেষ পর্যন্ত থাকতে পারেননি। ৭৫ বলে দুটি চারসহ ৪২ রান করেন ইংলিশ অধিনায়ক।
উইল জ্যাকসকে সঙ্গে নিয়ে বাকি পথটা পাড়ি দেন জস বাটলার। ২১ বলে এক ছক্কা ও তিনটি চারে ৩৩ রানে অপরাজিত থাকেন এই কিপার-ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার হয়ে ধনাঞ্জয়া ডি সিলভা ও জেফ্রি ভ্যান্ডারস নেন দুটি করে উইকেট।
আগামী মঙ্গলবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর
- শ্রীলঙ্কা: ৪৯.৩ ওভারে ২১৯
- ইংল্যান্ড: ৪৬.২ ওভারে ২২৩/৫
ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১–১ সমতা