বাছাইপর্বে এখনও দুই ম্যাচ হাতে রেখেই উইমেন’স টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ।
নিজেদের ম্যাচ জিতে আগেই কাজ অনেকটা সেরে রেখেছিল নিগার সুলতানার দল। এরপর অপেক্ষা ছিল অন্য ম্যাচের ফল তাদের পক্ষে আসার—সেটিও মিলে গেছে। ফলে বাছাইপর্বে বাকি থাকা দুই ম্যাচের আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
নেপালে চলমান বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে বুধবার থাইল্যান্ডকে ৩৯ রানে হারায় বাংলাদেশ। পরে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে যায় নিগারদের বিশ্বকাপে জায়গা পাওয়া।
এর মাধ্যমে টানা সপ্তমবারের মতো উইমেন’স টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। ২০১৪ সালে দেশের মাঠে স্বাগতিক হিসেবে প্রথম আসরে অংশ নেওয়ার পর প্রতিবারই বাছাইপর্ব পেরিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে তারা।
একই দিনে ২১ রানের জয়ে নেদারল্যান্ডসও বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।
সুপার সিক্সের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে তিন জয়ে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়ের পয়েন্ট এখানে যুক্ত হয়েছে। সুপার সিক্সে ওঠা দলগুলোর মধ্যে যারা গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে খেলেছে, তারা আর মুখোমুখি হয় না। ফলে এখানে প্রতিটি দল খেলছে তিনটি করে ম্যাচ, যদিও পয়েন্ট হিসাব হচ্ছে মোট পাঁচ ম্যাচের।
বাংলাদেশের সমান ৬ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থাকায় নেদারল্যান্ডস রয়েছে দ্বিতীয় স্থানে।
সুপার সিক্স থেকে শীর্ষ চার দল পাবে বিশ্বকাপের টিকিট। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের জায়গা নিশ্চিত হওয়ার পর বাকি দুটি স্থানের জন্য লড়াইয়ে রয়েছে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। স্কটল্যান্ডের পয়েন্ট ৪, আয়ারল্যান্ডের ২, আর থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র এখনও পয়েন্টের দেখা পায়নি।
বাছাইপর্বে বাংলাদেশের শেষ দুই ম্যাচ শুক্রবার স্কটল্যান্ডের বিপক্ষে এবং রোববার নেদারল্যান্ডসের সঙ্গে।
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে উইমেন’স টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।