উইমেনস বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। ব্যাট হাতে রানের ঝড় তোলা এই তারকা ভারতের স্মৃতি মান্ধানা ও অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনারকে পেছনে ফেলে অক্টোবরের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, অক্টোবরের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুসামি। তিনি লড়াইয়ে পিছনে ফেলেছেন পাকিস্তানের নোমান আলি ও আফগানিস্তানের রশিদ খানকে।
উইমেনস ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে সবচেয়ে বেশি রান করেছেন উলভার্ট। অক্টোবরজুড়ে আট ম্যাচে তার সংগ্রহ ৪৭০ রান, যেখানে ছিল তিনটি অর্ধশতক ও ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলা ১৬৯ রানের অবিশ্বাস্য ইনিংস।
যদিও ফাইনালে ভারতের বিপক্ষে শিরোপা হাতছাড়া হয় দক্ষিণ আফ্রিকার, তবুও উলভার্ট সেই ম্যাচেও সেঞ্চুরি হাঁকান—করেন ১০১ রান। পুরো টুর্নামেন্টে নয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৫৭১ রান, গড় ৭১.৩৭।
পুরুষদের দলে উজ্জ্বল ছিলেন মুথুসামি। পাকিস্তানের বিপক্ষে লাহোর টেস্টে দল হারলেও তিনি নিয়েছেন ১১ উইকেট—প্রথম ইনিংসে ৬টি এবং দ্বিতীয় ইনিংসে ৫টি। রাওয়ালপিন্ডি টেস্টে বল হাতে তেমন সাফল্য না পেলেও ব্যাট হাতে প্রথম ইনিংসে অপরাজিত ৮৯ রান করে দলকে সিরিজ সমতায় আনতে বড় ভূমিকা রাখেন। সিরিজ সেরার পাশাপাশি এবারই প্রথম মাসসেরার স্বীকৃতি পেলেন এই স্পিনার।
আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হন ভোটিং একাডেমি ও সমর্থকদের যৌথ ভোটে। একাডেমিতে আছেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিকরা। তারা ইমেইলের মাধ্যমে ভোট দেন, আর সমর্থকরা ভোট দেন আইসিসির ওয়েবসাইটে।
ফলাফলে ভোটিং একাডেমির ভোটের প্রভাব ৯০ শতাংশ, আর বাকি ১০ শতাংশ আসে সমর্থকদের ভোট থেকে।