BN

ব্রিসবেনেও অস্ট্রেলিয়ার একতরফা জয়ের উচ্ছ্বাস

ব্রিসবেনেও অস্ট্রেলিয়ার একতরফা জয়ের উচ্ছ্বাস

দিবা-রাত্রির টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে আরও এগিয়ে গেল অস্ট্রেলিয়া। জফ্রা

দিবা-রাত্রির টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে আরও এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

জফ্রা আর্চারের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার পরই যেন আরও জ্বলে উঠলেন স্টিভেন স্মিথ। ইংলিশ পেসারের পরের বলটিকে ফাইন লেগ দিয়ে ছক্কায় উড়িয়ে গ্যালারিতে পাঠান তিনি। আর পরের ওভারেই গাস অ্যাটকিনসনকে ছক্কায় উড়িয়ে ম্যাচ জিতিয়ে গর্জে ওঠেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি আগ্রাসী শরীরী ভাষায়ও ইংল্যান্ডকে চাপে ফেলে রাখেন তিনি।

পার্থ টেস্টে দুই দিনেই জয় তুলে নেওয়া অস্ট্রেলিয়া ব্রিসবেনের গোলাপি বলের ম্যাচ জিতল চতুর্থ দিনে। ৮ উইকেটের দাপুটে জয়ে অ্যাশেজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

আগের দিনই অস্ট্রেলিয়া ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তাদের বোলারদের দাপটে এক পর্যায়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে ইংল্যান্ড। রোববার বেন স্টোকস ও উইল জ্যাকসের দৃঢ়তায় সেই অবস্থায় তারা পড়েনি ঠিকই, তবে বিশাল কোনো লক্ষ্যও দাঁড় করাতে পারেনি অতিথিরা।

৬৫ রানের ছোট লক্ষ্য মাত্র ১০ ওভারেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।

ম্যাচের নায়ক মিচেল স্টার্ক প্রথম ইনিংসে ৬ উইকেটসহ পুরো ম্যাচে নেন ৮ উইকেট। সঙ্গে খেলেন ৭৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। পার্থ টেস্টেও ইংলিশ ব্যাটিং ধসিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি।

অ্যাশেজের প্রথম দুই টেস্টেই ম্যাচসেরা হওয়ার কীর্তি আছে এমন ক্রিকেটার মাত্র তিনজন—স্টার্কের আগে ছিলেন রিকি পন্টিং (২০০৬/০৭) ও মিচেল জনসন (২০১৩-১৪)। ওই দুই মরসুমেই ইংল্যান্ডকে ৫-০ তে হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া।

অন্যদিকে ব্রিসবেন টেস্টে দুর্দান্ত ভূমিকা রেখেছেন মাইকেল নিসারও। দ্বিতীয় ইনিংসে ৪২ রানে ৫ উইকেটসহ পুরো ম্যাচে ৬ উইকেট নিয়ে নিজের ঘরের মাঠে প্রথম ইনিংস-ফাইভারের স্বাদ পান তিনি। অভিজ্ঞ স্পিনার ন্যাথান লায়নকে বসিয়ে তাকে খেলানোর সিদ্ধান্ত দারুণভাবে কাজে দিয়েছে।

গ্যাবায় নতুন দিনের শুরুটা ভালোই হয়েছিল ইংল্যান্ডের। ৬ উইকেটে ১৩৪ রান নিয়ে শুরু করা স্টোকস ও জ্যাকস প্রথম সেশনে ধৈর্যের সঙ্গে ব্যাটিং করে দলকে লিড এনে দেন। কিন্তু দীর্ঘ সময় পর নিসারই ভাঙলেন জমে যাওয়া জুটিটি—স্মিথের অবিশ্বাস্য নিচু ক্যাচে ফিরে যান জ্যাকস (৪১)। তাদের ৯৬ রানের জুটি ভাঙতেই ম্যাচের গতি ঘুরে যায়।

এর কিছুক্ষণ পরই ১৪৭ বলে ধীরগতির ফিফটি ছোঁয়া স্টোকসকেও ফিরিয়ে দেন নিসার। উইকেটরক্ষক অ্যালেক্স কেয়ারির চমৎকার ক্যাচে থামেন ইংলিশ অধিনায়ক।

পরে অ্যাটকিনসন, কার্স—একজনকে ডগেট ও অন্যজনকে নিসার ফিরিয়ে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। পুরো টেস্টেই দুর্দান্ত ফিল্ডিং অস্ট্রেলিয়াকে সুবিধা এনে দিয়েছে। যেখানে ইংল্যান্ড প্রথম ইনিংসেই পাঁচটি ক্যাচ ফেলে ম্যাচ থেকে ছিটকে যায়।

ছোট লক্ষ্য তাড়ায় ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদেরল্ডের আত্মবিশ্বাসী সূচনায় ম্যাচ প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে হেড স্টাম্পে বল টেনে বিদায় নেন ২২ রানে। লাবুশেনও দ্রুত ফিরলেও আগ্রাসী স্মিথ বাকিটা সময় নিয়ন্ত্রণে রাখেন।

মাত্র ৯ বলে ২৩ রানে অপরাজিত থাকার পথে দুই ছক্কা-চার মারেন স্মিথ। ওয়েদেরল্ড থাকেন ১৭ রানে অপরাজিত।

তৃতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর, অ্যাডিলেইডে।

সংক্ষিপ্ত স্কোর

  • ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৩৪
  • অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫১১
  • ইংল্যান্ড ২য় ইনিংস: ২৪১ (স্টোকস ৫০, জ্যাকস ৪১; নিসার ৫ উইকেট)
  • অস্ট্রেলিয়া ২য় ইনিংস (লক্ষ্য ৬৫): ৬৫/২ (স্মিথ ২৩*, ওয়েদেরল্ড ১৭*)

ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়
ম্যান অব দা ম্যাচ: মিচেল স্টার্ক
সিরিজ: অস্ট্রেলিয়া ২-০ তে এগিয়ে

সর্বশেষ সংবাদ

লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ মনে করছেন, ক্লাবের চলমান

টানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নামিবিয়া। শুধু তাই

দিবা-রাত্রির টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে আরও এগিয়ে

ফুটবল

লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ মনে করছেন, ক্লাবের চলমান ব্যর্থতার

ক্রিকেট

টানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নামিবিয়া। শুধু তাই নয়,

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকেই শুবমান গিলকে পাওয়া

ফুটবল

মৌসুম এখনও অনেক দূরে, তাই শিরোপার লড়াই নিয়ে এখনই কথা