দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ভারত দল। ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
গত বুধবার রায়পুরে ম্যাচটি অনুষ্ঠিত হয়। চার দিন পর, সোমবার এক বিবৃতিতে আইসিসি শাস্তির বিষয়টি জানায়।
আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বোলিং করেছে। নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের জন্য প্রতি ওভারের বদলে খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা ধার্য করা হয়।
ওয়ানডে সিরিজে শুবমান গিলের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব নেওয়া লোকেশ রাহুল ভুল স্বীকার করে শাস্তি মেনে নেন। ফলে আলাদা কোনো শুনানির প্রয়োজন হয়নি।
সেই ম্যাচে বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরিতে ৩৫৮ রান তোলে ভারত। জবাবে এইডেন মার্করামের সেঞ্চুরিকে ভরসা করে রেকর্ড রান তাড়ায় ৪ উইকেটে জিতে সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা।
তবে শেষ পর্যন্ত ভারতই সিরিজ জিতে নেয়—গত শনিবার প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের লড়াই ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় তারা।