অ্যারন ফিঞ্চের ১৩ বছর পর বিগ ব্যাশে আবার সেঞ্চুরি পেল মেলবোর্ন রেনিগেডসের কোনো ক্রিকেটার।
বিগ ব্যাশের ১৫তম আসরের দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে রান তাড়ায় অপরাজিত সেঞ্চুরির নায়ক ছিলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কিন্তু এরপর ১২ মৌসুমে দলের কেউ আর সেঞ্চুরির স্বাদ পাননি। অবশেষে দীর্ঘ ১৩ বছর পর খুনে ব্যাটিং করে সেঞ্চুরি করলেন টিম সাইফার্ট।
রেনিগেডসের হয়ে ব্রিজবেন হিটের বিপক্ষে সাইফার্ট খেলেছেন ৫৬ বলে ১০২ রানের ঝড়ো ইনিংস। এই ইনিংস গড়ার সময় তিনি মারেন ৯ চার ও ৬ ছক্কা। এটি এই আসরের প্রথম সেঞ্চুরি।
বিশেষ করে, এই ৫৩ বলের সেঞ্চুরি এসেছে ২০২৬ আইপিএল নিলামের ২৪ ঘণ্টারও কম সময় বাকি থাকতে। নিলামের তালিকায় ৩১ বছর বয়সী সাইফার্টের প্রতি ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ এখন আরও বেড়ে যাবে, যিনি দেড় কোটি রুপি ভিত্তিমূল্যে আছেন।
আইপিএলে এখন পর্যন্ত সাইফার্টের পারফরম্যান্স ছিল সীমিত। ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচে মাত্র ২ রান করেন, আর ২০২২ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই ম্যাচে ২৪ রান করেন।
ভিক্টোরিয়ায় সোমবার রেনিগেডসের হয়ে সাইফার্টের সেঞ্চুরি ও অলিভার পিকের (২৯ বলে ৫৭) ফিফটির সাহায্যে তারা ৫ উইকেটে ২১২ রান সংগ্রহ করে। জবাবে ব্রিজবেন হিট পারে মাত্র ১৯৮ রান, রেনিগেডস ১৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচের দ্বিতীয় ওভারে প্রথম স্ট্রাইক পাওয়া সাইফার্ট প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদিকে চার মেরে ইনিংস শুরু করেন। এক বল পর আবার চার মেরে যোগ করেন। ৩০ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। অষ্টাদশ ওভারে আফ্রিদির হাই ফুল টস থেকে দুটি রান নিয়ে ৫৩ বলেই তিন অঙ্ক স্পর্শ করেন। ১৯তম ওভারে কিপারের হাতে ধরা পড়ে শেষ হয় তার দারুণ ইনিংস।