পুরো স্টেডিয়ামই লাল–সবুজ বেলুনে ছেয়ে যায়। প্রায় ২৫ হাজার বেলুন উড়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আকাশে। এর আগে শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। কোরআন তিলাওয়াতের পর জাতীয় সংগীত গাওয়া হয়।
এই আয়োজনের মধ্য দিয়ে আজ বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। ঢাকায় ২৪ ডিসেম্বর বড় আয়োজনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে নিরাপত্তার কারণে তা করা সম্ভব হয়নি।
আজ বেলা তিনটায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের মধ্যে মাঠে নেমেছে প্রথম ম্যাচ। প্রথম দিনের মাঝের বিরতিতে দর্শকদের জন্য গাইবেন ফুয়াদ আল মুক্তাদির। সঙ্গে থাকছে আলোক প্রদর্শনীও।
বিপিএল এবার শুরুর আগেই বিতর্কিত হয়ে গেছে। টুর্নামেন্ট শুরুর এক দিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়েছে বিসিবি। একই সময়ে অনুশীলনের সময় বল না পাওয়ায় রেগে নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ ও সহকারী কোচ তালহা জুবায়ের মাঠ ছেড়ে যান। পরে খালেদ মাহমুদ জানান, এটি শুধুই ‘ভুল–বোঝাবুঝি’।
টুর্নামেন্ট শুরুর আগের দিন অধিনায়কদের ফটোশুটও হয়নি, কারণ ট্রফি এখনো বাংলাদেশে পৌঁছায়নি। সব মিলিয়ে এই গোঁজামিলের আয়োজনের মধ্যে আপাতত স্বস্তি ফিরতে পারে মাঠের ক্রিকেট দিয়ে। প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেটের বিপক্ষে।