ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শুরুর চার দিন আগে শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেবেন ভিক্রাম রাঠোর।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ব্যাটিং কোচ হিসেবে ভিক্রাম রাঠোরকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। ভারতের সাবেক কিপার-ব্যাটসম্যান ও জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ রাঠোর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শুরুর চার দিন আগে শ্রীলঙ্কা দলের সঙ্গে কাজ শুরু করবেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, বিশ্বকাপের প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই রাঠোরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত তিনি দলের সঙ্গে কাজ করবেন।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ।
সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা দলের কোচিং ও ব্যবস্থাপনায় এসেছে একাধিক পরিবর্তন। দেশের সাবেক তারকা পেসার লাসিথ মালিঙ্গাকে ফাস্ট বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যদিও বিশ্বকাপ শুরুর আগেই তার দায়িত্বের মেয়াদ শেষ হবে। পাশাপাশি ভারতের জাতীয় দলের সাবেক কোচিং স্টাফের সদস্য রামাকৃষ্ণান শ্রিধারকে ফিল্ডিং কোচ হিসেবে যুক্ত করা হয়েছে।
এছাড়া টি-টোয়েন্টি অধিনায়কত্বেও পরিবর্তন এসেছে। বিশ্বকাপ পর্যন্ত চারিথ আসালাঙ্কার জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন দাসুন শানাকা। একই সঙ্গে নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ফাস্ট বোলার প্রমোদ্য উইক্রামাসিংহে।
১৯৯৬ থেকে ১৯৯৭ সালের মধ্যে ভারতের হয়ে ছয়টি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন ভিক্রাম রাঠোর। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া পর্যায়ে দীর্ঘদিন পাঞ্জাবের হয়ে খেলেছেন তিনি। ২০২৪ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের পর ব্যাটিং কোচ হিসেবে বিসিসিআইয়ের সঙ্গে তার পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়। এই সময়ে তিনি প্রধান কোচ রাভি শাস্ত্রি ও রাহুল দ্রাবিড়—দুজনের সঙ্গেই কাজ করেছেন।
পরবর্তীতে রাহুল দ্রাবিড় আইপিএলের দল রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর ব্যাটিং কোচ হিসেবে তার সঙ্গে যোগ দেন রাঠোর। যদিও গত আইপিএলের পর দ্রাবিড় দায়িত্ব ছেড়েছেন, রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফে এখনও নিজের জায়গা ধরে রেখেছেন ভিক্রাম রাঠোর।