ডাম্বুলায় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস করাও সম্ভব হয়নি।
একটি বলও খেলা হয়নি। বৃষ্টির দাপটে ভেসে গেছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের এই ম্যাচ। এমনকি টস করাও হয়নি।
শুক্রবার ডাম্বুলায় দুই দল মুখোমুখি হওয়ার কথা থাকলেও দীর্ঘক্ষণ অপেক্ষার পর স্থানীয় সময় রাত সাড়ে আটটার পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
এর আগে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে।
আগামী রোববার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আবার মুখোমুখি হবে দল দুটি।