সতীর্থের দুর্ভাগ্যই আয়ুশ বাদোনির জন্য হয়ে উঠেছে সৌভাগ্যের দুয়ার। ওয়াশিংটন সুন্দারের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।
জাতীয় দলে জায়গা পাওয়া যেকোনো ক্রিকেটারের কাছেই স্বপ্নের মতো। আর সেই দলে প্রথমবার ডাক পাওয়া মানেই স্বপ্ন পূরণের মুহূর্ত। বাদোনির ক্ষেত্রেও ব্যতিক্রম নয়—এই প্রথম ভারতের জাতীয় দলে সুযোগ পেলেন তিনি।
রোববার ভাদোদারায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে গিয়ে পাঁজরে চোট পান ওয়াশিংটন সুন্দর। সেই চোটে সিরিজের বাকি অংশে আর খেলতে পারবেন না এই স্পিনিং অলরাউন্ডার। তার বদলি হিসেবেই বাদোনিকে দলে যুক্ত করেছে ভারতীয় দল।
মূলত ব্যাটসম্যান হলেও অফ স্পিনে কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য রয়েছে বাদোনির। এখন পর্যন্ত লিস্ট ‘এ’ ক্রিকেটে ২২ ইনিংসে ব্যাটিং করে ৬৯৩ রান করেছেন তিনি। তার নামের পাশে আছে একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি।
৫০ ওভারের ক্রিকেটে ২০ ম্যাচে ১৮টি উইকেটও নিয়েছেন বাদোনি। সেরা বোলিং তিন উইকেট ২৯ রানে। চলতি বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে বড় কিছু করতে না পারলেও দিল্লির হয়ে তিন ইনিংসে ২২ ওভার বোলিং করে শিকার করেছেন চার উইকেট।
মিডল ও লোয়ার-মিডল অর্ডারের জন্য নিজেকে প্রস্তুত করছেন বাদোনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার একমাত্র সেঞ্চুরিটিও এসেছে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে।
আইপিএলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে চার মৌসুমে ৫৬ ম্যাচে ৯৬৩ রান করেছেন ১৩৮.৫৬ স্ট্রাইক রেটে। যদিও সেঞ্চুরির দেখা পাননি, তবে ছয়টি ফিফটি রয়েছে তার ঝুলিতে। সর্বোচ্চ ইনিংস ৭৪ রান।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯৬ ম্যাচে ১ হাজার ৭৮৮ রান করেছেন বাদোনি, ১০টি ফিফটি ও ১৩৭.৯৬ স্ট্রাইক রেট নিয়ে। এ সংস্করণে বল হাতেও সফল—নিয়েছেন ১৭টি উইকেট।
এদিকে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। সিরিজের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বুধবার ও রোববার।