BN

বোর্ড পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের কড়া অবস্থান

বোর্ড পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের কড়া অবস্থান

বিপিএলের বৃহস্পতিবারের ম্যাচ শুরুর আগেই বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না

বিপিএলের বৃহস্পতিবারের ম্যাচ শুরুর আগেই বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন।

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ শুরুর আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বুধবার রাতে অনলাইন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

তিনি বলেন,
“আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি। প্রথম বিভাগ নিয়ে আমরা বোর্ডকে যথেষ্ট সময় দিয়েছি। কিন্তু সেটার বিষয়ে উনারা এখনও সমাধান করেননি। গত কিছুদিন ধরে আপনারা দেখছেন, একজন বোর্ড পরিচালক যেভাবে ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই ক্রিকেটারদের নিয়ে এরকম কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েটলি উনার পদত্যাগ চাচ্ছি। উনি যদি কালকে বিপিএলের প্রথম ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি।”

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যানও। কয়েক দিন আগে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করে তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম দেন তিনি।

ওই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। পরবর্তী কয়েক দিন গণমাধ্যমেও তাঁর একাধিক বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করে। বুধবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবারও আলোচনায় আসেন তিনি।

বাংলাদেশ দল শেষ পর্যন্ত বিশ্বকাপে জায়গা না পেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
“ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।”

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন,
“আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ডও পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি! আমরা প্রত্যেকবারই তো বলতে পারি যে, ‘তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত ফেরত দাও…!”

ক্রিকেটাররাই ক্রিকেট বোর্ডের প্রাণ—এমন বক্তব্যের জবাবে পাল্টা প্রশ্ন তুলে তিনি বলেন,
“ধরেন যে বোর্ডটাই যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।”

তার এসব মন্তব্যের পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। রাত ৯টার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে। সেখানে জানানো হয়, ওই পরিচালকের মন্তব্য বোর্ডের আনুষ্ঠানিক বক্তব্য নয়।

বিসিবির বিবৃতিতে বলা হয়,
“বোর্ডের একজন সদস্যের মন্তব্যকে ঘিরে যে উদ্বেগের জন্ম দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরে এসেছে তা। অনুপযুক্ত, আক্রমণাত্মক বা ক্ষতিকর হিসেবে হয়তো গণ্য হতে পারে, এমন মন্তব্যের জন্য বোর্ড আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে। এই ধরনের মন্তব্য বোর্ডের মূল্যবোধ, নীতি বা আনুষ্ঠানিক অবস্থানকে তুলে ধরে না এবং বাংলাদেশের ক্রিকেটের সেবায় দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তির প্রত্যাশিত আচরণের সঙ্গে খাপ খায় না।”

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান ও সাবেক সব ক্রিকেটারের প্রতি বোর্ডের পূর্ণ সমর্থন রয়েছে এবং ক্রিকেটারদের অসম্মান করে বা বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ও সততাকে ক্ষতিগ্রস্ত করে—এমন কোনো বক্তব্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

তবে বিসিবির এই বক্তব্য ক্রিকেটারদের কাছে যথেষ্ট নয় বলেই স্পষ্ট করে জানায় কোয়াব। বিবৃতির আধা ঘণ্টার মধ্যেই অনলাইন সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি জানান, এম নাজমুল ইসলামের পদত্যাগই তাদের একমাত্র দাবি।

সর্বশেষ সংবাদ

ক্রিকেটারদের দাবির মুখে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে

না খেলার অবস্থানে এখনও অনড় রয়েছেন ক্রিকেটাররা। বনানীতে আয়োজিত

ক্রিকেট

ক্রিকেটারদের দাবির মুখে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির

ফুটবল

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়

ক্রিকেট

না খেলার অবস্থানে এখনও অনড় রয়েছেন ক্রিকেটাররা। বনানীতে আয়োজিত সংবাদ

ক্রিকেট

পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ