ক্লাবের ট্রেনিং সেন্টারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
চলে গেলেন পোর্তোর সাবেক অধিনায়ক জর্জ কস্তা। হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন পর্তুগালের এই সাবেক ডিফেন্ডার।
কোচ হিসেবে কাজ শুরু করলেও কস্তা সম্প্রতি পোর্তোর ফুটবল পরিচালকের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার ক্লাবের ট্রেনিং সেন্টারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।
২০০৪ সালে জোসে মরিনিয়োর কোচিংয়ে পোর্তোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ঐতিহাসিক অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন কস্তা। তার আগের বছর, ২০০৩ সালে, তিনি দলের হয়ে জিতেছিলেন উয়েফা কাপ—যেটি এখন ইউরোপা লিগ নামে পরিচিত।
টানা পাঁচবার লিগ শিরোপা জেতা পোর্তোর মাত্র ছয় জন খেলোয়াড়ের একজন ছিলেন তিনি। ক্লাবটির হয়ে দীর্ঘ ১৩ মৌসুমে জিতেছেন ২৪টি ট্রফি।
নিজের ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে কস্তা খেলেছেন মোট ৫৩০টি ম্যাচ, এর মধ্যে ৩৮৩টি পোর্তোর হয়ে এবং ৫০টি ম্যাচে মাঠে নেমেছেন পর্তুগাল জাতীয় দলের জার্সিতে।
২০০৬ সালে খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়ে পা রাখেন কস্তা। এরপর রোমানিয়া, সাইপ্রাস, তিউনিসিয়া, ভারতসহ বহু দেশের ক্লাবে কোচিং করিয়েছেন। সবশেষ গত বছরের এপ্রিল মাসে তিনি দায়িত্ব নেন পোর্তোর ফুটবল পরিচালক হিসেবে।