BN

লাওসকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

লাওসকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

পিটার জেমস বাটলারের দল দুই অর্ধে গোল করে লাওসকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-২০

পিটার জেমস বাটলারের দল দুই অর্ধে গোল করে লাওসকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ উইমেন’স এশিয়ান কাপ বাছাই পর্বে জয়ের শুরু করল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ। গোলের সুযোগ আসলেও শুরুতে ফিনিশিং ভালো হয়নি। অবশেষে ৩৬তম মিনিটে সাগরিকা ডেডলক ভাঙেন। দ্বিতীয়ার্ধে মুনকি আক্তার ব্যবধান দ্বিগুণ করেন। পুরো ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

বুধবার লাওস জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের ম্যাচে সাগরিকা দুটি গোল করেন। শেষ দিকে লাওসের আন্না কেও ওনসি ব্যবধান কমানোর চেষ্টা করলেও বাংলাদেশকে হারানো থেকে রক্ষা করতে পারেনি।

দল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে শুক্রবার, যেখানে তাদের প্রতিপক্ষ হবে তিমুর লেস্তে। তিমুর লেস্তে বাছাই পর্ব শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কাছে ৯-০ গোলে হার দিয়ে।

কিক অফের পর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। কর্নার আদায় করেও প্রথমার্ধে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। চতুর্দশ মিনিটে তৃষ্ণা রানী গোলমুখে বল পেয়ে শট নেন, কিন্তু গোলরক্ষকের হাতে বল চলে যায়।

লাওসের ওপর চাপ সৃষ্টি করতে থাকে বাংলাদেশ। তবে বেশির ভাগ শট ছিল গোলরক্ষকের দখলে। অবশেষে কর্নারে হেডে সাগরিকা গোল করে দলকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধেও একই ছবি দেখা যায়। ৫৮তম মিনিটে বক্সে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে মুনকি শক্তিশালী শটে গোল করেন এবং ব্যবধান দ্বিগুণ করেন।

গোলরক্ষক স্বর্ণা রানী মন্ডলকে ম্যাচে তেমন কোনো বড় পরীক্ষা দিতে হয়নি। ৭০তম মিনিটে আন্না কেও ওনসি শট নেওয়ার আগেই বল দখল করে স্বর্ণা লাওসের সুযোগ নষ্ট করেন। পরে সাগরিকার হেড ক্রসবার কাঁপিয়ে উত্তেজনা বৃদ্ধি করে।

৮৭তম মিনিটে ওনসির কাছে বল হারিয়ে লাওস আবার সুযোগ পায়, কিন্তু যোগ করা সময়ে সাগরিকা গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

সর্বশেষ সংবাদ

লা লিগার একটি ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের পরিকল্পনার প্রতিবাদ

চলমান নারী ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ারিংয়ের মান নিয়ে সর্তকতা ও

ওয়েস্ট ইন্ডিজের আনুষ্ঠানিক অনুশীলন বাতিল হলেও কোচ ড্যারেন স্যামি

ফুটবল

লা লিগার একটি ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন

ক্রিকেট

চলমান নারী ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ারিংয়ের মান নিয়ে সর্তকতা ও সমালোচনা

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের আনুষ্ঠানিক অনুশীলন বাতিল হলেও কোচ ড্যারেন স্যামি দুই

ফুটবল

গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টিতে ব্যর্থ হওয়া মুহূর্তটিকে হ্যারি