লিভারপুলে দারুণ শুরু করলেও উগো একিতিকে ফ্রান্স জাতীয় দলে ডাক পাননি।
তবে ক্লাবের হয়ে চমক দেখানো উইঙ্গার মাহনেস আকিউস প্রথমবারের মতো ফ্রান্স দলে জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে দলে থাকবেন অনুমিতভাবে অধিনায়ক কিলিয়ান এমবাপে।
ফ্রান্স কোচ দিদিয়ে দেশম বুধবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য এই দল মাঠে নামবে।
এমবাপের পাশাপাশি দলে আছেন রেয়াল মাদ্রিদের মিডফিল্ডার আহেলিয়া চুয়ামেনি, পিএসজির ফরোয়ার্ড উসমান দেম্বেলে এবং দিজিরে দুয়েও।
লিভারপুলে যোগ দেওয়া উগো একিতিকে প্রথম তিন ম্যাচে তিন গোল ও একটি অ্যাসিস্ট করেছেন, কিন্তু তার সমবয়সী মাহনেস আকিউস ফ্রান্স দলে জায়গা করে নিয়েছেন। আকিউস গত মৌসুমে মোনাকোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে ৭ গোল ও ১২ অ্যাসিস্ট করেছিলেন। নতুন মৌসুমে প্রথম দুই ম্যাচে তিনি একটি গোল করেছেন।
ফ্রান্স ২০২৬ বিশ্বকাপ ইউরোপ বাছাইয়ের ‘ডি’ গ্রুপে ৫ সেপ্টেম্বর পোল্যান্ডের মাঠে ইউক্রেইনের মুখোমুখি হবে। ৯ সেপ্টেম্বর তারা ঘরের মাঠে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে।