অবিশ্বাস্য সুযোগ মিস করলেন মেসি, সুয়ারেসের থুথু কাণ্ডে ফাইনালের পর মাঠে তুমুল বিতর্ক!
রেকর্ড দর্শকের সামনে ইতিহাস গড়ল সিয়াটল সাউন্ডার্স। লুমেন ফিল্ডে লিগস কাপের ফাইনালে ৬৯ হাজার ৩১৪ দর্শকের সামনে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে উড়িয়ে শিরোপা ঘরে তুলেছে তারা। লিওনেল মেসির জাদু দেখার আশায় হাজির হয়েছিলেন হাজারো ভক্ত, কিন্তু হতাশ হয়েই ফিরেছেন তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সাউন্ডার্স। ৩১তম মিনিটে হেসুস ফেরেইরার নিখুঁত পাস থেকে পল রথরকের ক্রসে হেডে গোল করেন ওসাজে দে রোজারিও। প্রথমার্ধে গোল না পাওয়া মায়ামি দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ালেও গোলমুখে ছিল সম্পূর্ণ ব্যর্থ। ৫০তম মিনিটে অবিশ্বাস্যভাবে কাছ থেকে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠিয়ে দেন মেসি। ৮৪তম মিনিটে পেনাল্টি থেকে অ্যালেক্স রোল্ডান ব্যবধান দ্বিগুণ করেন, আর ৮৯তম মিনিটে রথরকের দুর্দান্ত ফিনিশিং ম্যাচে শেষ পেরেক ঠুকে দেয় — সাউন্ডার্স ৩-০ গোলে এগিয়ে যায়।
ইন্টার মায়ামি পুরো ম্যাচে বল দখলে রেখেছিল ৬৮% সময়, তবুও লক্ষ্যে একটি শটও রাখতে পারেনি। গোলের সামনে কার্যত অসহায় ছিল তারা। অন্যদিকে সাউন্ডার্স মাত্র ৩২% বল দখলে রেখে চারটি শট লক্ষ্যে পাঠিয়ে তিনটি গোল করে।
এই জয়ে অনন্য কীর্তি গড়ল ২০০৭ সালে প্রতিষ্ঠিত সিয়াটল সাউন্ডার্স। মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম দল হিসেবে উত্তর আমেরিকার সবগুলো বড় শিরোপার স্বাদ পেল তারা। এর আগে দুটি এমএলএস কাপ, চারটি ইউএস ওপেন কাপ ও ২০২২ সালের কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল দলটি। এ জয়ের সুবাদে সরাসরি ২০২৬ কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে সাউন্ডার্স।
তবে ম্যাচ শেষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাউন্ডার্সের মিডফিল্ডার ওবেদ ভার্গাসের দিকে তেড়ে যান লুইস সুয়ারেস। মুহূর্তেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক ভিডিও ক্লিপে দেখা যায়, সাউন্ডার্সের কোচিং স্টাফদের একজনের দিকে থুথু ছুড়ে বিতর্কের জন্ম দেন সুয়ারেস। মাঠে দীর্ঘ সময় ধরে উত্তেজনা চললেও শেষ পর্যন্ত শান্ত হয় পরিস্থিতি।
শেষ বাঁশির পর ট্রফি হাতে উল্লাসে মেতে ওঠে সাউন্ডার্স। ২০২৩ সালে লিগস কাপ জিতেছিল মেসিদের ইন্টার মায়ামি, কিন্তু এবারের মঞ্চে হাসলো সাউন্ডার্সই।