দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে লিওনেল মেসির শেষ ম্যাচ উপভোগ করার আহ্বান জানালেন আর্জেন্টিনা কোচ।
বিদায়ের ছোঁয়া লক্ষ্য করা যায় মেসির কণ্ঠে। ভেনেজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে এটিই হবে তার শেষ লড়াই। মেসির এই সিদ্ধান্তে পুরোপুরি সমর্থন জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। একাদশে কিছু চমক থাকতে পারে, তবে নিশ্চিত করা হয়েছে, শুরু থেকেই খেলবেন মহাতারকা।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে বুয়েন্স আইরেসের মনুমেন্তালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে দেশের মাটিতে এটি মেসির শেষ ম্যাচ, যা রাঙিয়ে রাখার জন্য গ্যালারিতে থাকবেন তার স্বজনরা।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন,
“সে (মেসি) এই বিষয় নিয়ে আগে থেকেই কথা বলেছে। আমাদের আর কিছু বলার প্রয়োজন নেই। লিও যা বলেছেন, তা অনুযায়ী এটা বিশেষ, আবেগপূর্ণ এবং সুন্দর একটি ম্যাচ হতে যাচ্ছে। যদি সত্যিই এটিই তার শেষ বিশ্বকাপ বাছাই, তবে আমাদের অবশ্যই এটি উপভোগ করতে হবে। আমার দিক থেকে শুরুটা হবে আনন্দের সঙ্গে। আশা করি স্টেডিয়ামে উপস্থিত সবাই এটি উপভোগ করবে, কারণ সে এটি সত্যিই প্রাপ্য।”
স্কালোনি আরও জানিয়েছেন, আগামী বিশ্বকাপের পর তার কোচিং চুক্তি শেষ হচ্ছে। প্রশ্ন করা হলে তিনি বললেন,
“চুক্তি নবায়নের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। তবে এখনো কোনো আলোচনা হয়নি। আজ এটি নিয়ে কথা বলার সময় নয়। সামনে আরও কিছু ম্যাচ আছে।”
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত হওয়ার পর বাকি বাছাই ম্যাচগুলোতে নতুন ও অনিয়মিত খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচেও সেই নীতিতে এগোবেন স্কালোনি।
“আমরা এমন এক পরিস্থিতিতে আছি যেখানে কোনো ক্ষতি না করেই তরুণদের সুযোগ দিতে পারি। যারা খেলার দাবী জানাচ্ছে, তাদের সুযোগ দেওয়াই আমাদের লক্ষ্য। আজ আমরা সেটাই নিশ্চিত করতে চাই।”