রিয়াল মাদ্রিদের কোচ শাবি আলোনসোর মতে, অধরা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের ভাবনায় মগ্ন নন কিলিয়ান এমবাপে।
পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। যে দল গত মৌসুমে জিতেছে তাদের বহু কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, সেই দল ছেড়ে আসায় এখনো ইউরোপসেরা হওয়ার স্বাদ পাননি এমবাপে। এই অধরা শিরোপা কি তাকে আচ্ছন্ন করে রেখেছে? সংবাদ সম্মেলনে রিয়ালের মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি আর কোচ আলোনসো জানালেন তাদের পর্যবেক্ষণ।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করবে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইয়ের।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রিয়ালের প্রতিনিধিত্ব করেন চুয়ামেনি আর আলোনসো। এমবাপেকে নিয়ে প্রশ্ন করা হলে দুজনই তাদের মতামত জানান। চুয়ামেনি তুলে ধরেন এমবাপের জয়ের মানসিকতা—
“চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আচ্ছন্ন এমবাপে? আমরা জানি সে এখনো এই শিরোপা জেতেনি। এটা আমাদের ক্লাবের একটি লক্ষ্য। কিলিয়ান সবসময়ই জিততে চায়। আর আমরা সেটা একসাথে করার চেষ্টা করব। প্রথম লক্ষ্য হলো আগামীকালের ম্যাচ। আমাদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।”
প্রায় একই সুরে কথা বলেন আলোনসোও। তার মতে, রিয়াল মাদ্রিদ সব সময় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদ্দেশ্যেই মাঠে নামে—
“এমবাপে চ্যাম্পিয়ন্স লিগে মগ্ন? না। আমরা নতুন পরিকল্পনা নিয়ে শুরু করেছি। লক্ষ্যগুলোর একটি অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ জেতা। কিলিয়ান এই যাত্রার অংশ, তবে তাকে আমি আচ্ছন্ন দেখি না। আজও আমরা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলেছি, কিন্তু মে মাসের ফাইনাল নিয়ে কিছু বলিনি। আমরা আজকের ম্যাচ নিয়েই কথা বলেছি।”
পিএসজির হয়ে ২০১৯-২০ মৌসুমে ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন এমবাপে। তবে সেবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে অধরাই থেকে যায় শিরোপাটি।