গাজায় চলমান হত্যাযজ্ঞের দায়ে ইউরোপের বেশ কয়েকটি দেশে ইসরায়েলি ফুটবলারদের ঘরোয়া প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে।
অ্যাডভোকেসি সংগঠন ও সমর্থকদের বিভিন্ন গ্রুপের সমন্বয়ে গঠিত একটি জোট ইউরোপের ফুটবল ফেডারেশনগুলোর কাছে ইসরায়েলকে বয়কটের আহ্বান জানিয়েছে।
বিশ্বকাপের মাত্র আট মাস আগে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে মঙ্গলবার চালু হয়েছে একটি বিশাল বিলবোর্ড, যেখানে লেখা রয়েছে হ্যাশট্যাগ ‘#GameOverIsrael’। আগামী বছর এখানে হবে ফাইনালসহ মোট আটটি ম্যাচ। ফুটবলের সবচেয়ে বড় আসরটি চার বছর পরপর অনুষ্ঠিত হয়, যার অন্য দুই সহ-আয়োজক দেশ কানাডা ও মেক্সিকো।
এই প্রচারণা থেকে বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নরওয়ে, স্কটল্যান্ড ও স্পেনের ফুটবল ফেডারেশনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে—ইসরায়েল জাতীয় দলকে বয়কট করতে এবং তাদের ফুটবলারদের ঘরোয়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে।
রয়টার্স জানিয়েছে, বিষয়টি নিয়ে মন্তব্য জানতে তাৎক্ষণিকভাবে ফিফা, উয়েফা ও ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জাতিসংঘের একটি কমিশন তদন্ত শেষে মঙ্গলবার জানিয়েছে, গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। তবে দেশটি এই প্রতিবেদনকে ‘কলঙ্কজনক’ ও ‘মিথ্যা’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে।
প্রতিবাদের আয়োজকরা জানিয়েছেন, জাতিসংঘের প্রতিবেদনে ‘গণহত্যা’ শব্দটি উল্লেখ থাকায় কেবল এই শব্দটি ব্যবহারে রাজি হয়েছে বিলবোর্ড কোম্পানি।
বর্তমানে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ‘আই’ গ্রুপে নরওয়ে ও ইতালির পেছনে তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েল। গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে খেলবে, রানার্স-আপ দল খেলবে প্লে-অফে।