মাদ্রিদ ডার্বির আগে আত্মবিশ্বাস ফেরাতে ঠিকঠাক সময়েই দুর্দান্ত এক জয় পেল আতলেতিকো মাদ্রিদ।
ম্যাচের শুরুতে এগিয়ে গিয়ে পরে পিছিয়ে পড়া—তারপর শেষ দশ মিনিটের ঝড়ো খেলায় রোমাঞ্চকরভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করল আতলেতিকো। সেই জয়ের নায়ক হ্যাটট্রিক করা হুলিয়ান আলভারেস। এমন পারফরম্যান্সের পর আর্জেন্টাইন ফরোয়ার্ডকে এখন দলের সেরা খেলোয়াড় বলছেন কোচ দিয়েগো সিমেওনে।
লা লিগায় বুধবার রাতে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ৩-২ গোলে জিতেছে আতলেতিকো। দলের তিনটি গোলই করেছেন আলভারেস।
ম্যাচের ১৫ মিনিটে আলভারেসের গোলে এগিয়ে যায় আতলেতিকো। বিরতির আগে পেপ চাভারিয়ার শটে সমতায় ফেরে ভাইয়েকানো। ৭৭তম মিনিটে আলভারো গার্সিয়ার গোলে এগিয়েও যায় অতিথিরা।
এরপরই আলভারেসের জ্বলে ওঠা। ৮০ ও ৮৮তম মিনিটে টানা দুই গোল করে জয় নিশ্চিত করেন তিনি। এবারের লা লিগায় এটি আতলেতিকোর দ্বিতীয় জয়।
ম্যাচ শেষে ইএসপিএনকে সিমেওনে বলেন,
“(আলভারেস) দুর্দান্ত, সে আমাদের সেরা খেলোয়াড়। আমরা চাই, সে যেন আরও ভালো হয়ে উঠতে পারে, এজন্য তাকে সাহায্য করতে হবে। আতলেতিকোতে অনেক বছর আমরা তাকে পেতে চাই, কারণ সে ম্যাচে ব্যবধান গড়ে দেওয়ার মতো খেলোয়াড়।”
এই ম্যাচের আগে মৌসুমে মাত্র এক গোল ছিল আলভারেসের। আগের ম্যাচে মায়োর্কার বিপক্ষে তাকে তুলে নেওয়ার পর প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। স্প্যানিশ গণমাধ্যমে এমন খবরও আসে, তখন তিনি নাকি বলেছিলেন—“সবসময় আমি-ই কেন।”
হ্যাটট্রিকের পর আলভারেস নিজের অবস্থান পরিষ্কার করেন। বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অনেক কথাই সত্য নয়।
“সব ঠিকঠাক আছে। আমি ওই কথাগুলো বলিনি। অন্য কিছু বলেছিলাম। ম্যাচ যেভাবে চলছিল, তাতে নিজের ওপরই ক্ষুব্ধ ছিলাম। তবে আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভুল বোঝাবুঝি হয়েই থাকে।”
এই জয়ে মাদ্রিদ ডার্বির আগে বড় আত্মবিশ্বাস পেল আতলেতিকো। আগামী শনিবার ঘরের মাঠে তারা মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদের।
লিগে ছয় ম্যাচে শতভাগ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রেয়াল। ৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে আতলেতিকো।