টানা সাত জয়ের পর হঠাৎ যেন ছন্দ হারিয়ে ফেলেছে আর্নে স্লটের লিভারপুল। তিন দিন আগেই প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে যোগ করা সময়ে হারের ধাক্কা সামলাতে না সামলাতেই এবার চ্যাম্পিয়ন্স লিগে গ্যালাতাসারাইয়ের কাছে হোঁচট খেল তারা।
মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে লিগ পর্বের ম্যাচে তুর্কি ক্লাবটি জয় তুলে নেয় ১-০ গোলে। একমাত্র গোলটি করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জেতার পর হঠাৎ দুই ম্যাচে টানা হারের স্বাদ পেল লিভারপুল। এর সঙ্গে যোগ হয়েছে নতুন দুশ্চিন্তাও—চোট পেয়ে ম্যাচের মাঝপথেই মাঠ ছাড়তে হয়েছে মূল গোলরক্ষক আলিসনকে।
গ্যালাতাসারাই জয়ের পর গ্রুপে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৩। সমান পয়েন্ট নিয়েই ১৬ নম্বরে আছে লিভারপুল।
ম্যাচের গল্প
১৪তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল লিভারপুলের। কোডি গাকপোর শট গোললাইন থেকে ঠেকিয়ে দেন প্রতিপক্ষ ডিফেন্ডার। কিন্তু এর কিছুক্ষণ পরই উল্টো গোল খেয়ে বসে তারা। পাল্টা আক্রমণে গ্যালাতাসারাইয়ের ফরোয়ার্ড ইলমাজ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি দেন রেফারি, সেখান থেকেই গোল করেন ওসিমেন।
প্রথমার্ধে আরেকটি শট দুর্দান্তভাবে ঠেকান আলিসন। তবে ৫৪তম মিনিটে একই স্ট্রাইকারের শট আটকাতে গিয়েই হাঁটুর চোটে পড়েন তিনি। বাধ্য হয়ে তার জায়গায় নামেন বদলি গোলরক্ষক মামারদাশভিলি।
এরপর আক্রমণ বাড়াতে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন স্লট। সালাহ ও ইসাক মাঠে নামার পর লিভারপুল কিছু সুযোগও পায়। কিন্তু ব্রাডলির হেড লক্ষ্যভ্রষ্ট হয়, ইসাকের শটও জালে জড়াতে পারেনি।
শেষ মুহূর্তে লিভারপুলের সামনে সমতায় ফেরার সেরা সুযোগ এসেছিল। ইব্রাহিমা কোনাতে ফাউলের পর পেনাল্টি দিয়েছিলেন রেফারি। কিন্তু ভিএআরে দেখে সিদ্ধান্ত পাল্টে দেন তিনি। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় অ্যানফিল্ড। শেষ পর্যন্ত পরাজয়ের তেতো স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় লিভারপুলকে।
অন্য ম্যাচগুলো
লা লিগায় কয়েক দিন আগেই রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন্স লিগেও আগুন ঝরাল প্রতিপক্ষের জালে। দিয়েগো সিমেওনের দল জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে।
রাসপাদোরি, লু নহমাঁ, গ্রিজমান, সিমেওনে ও আলভারেস মিলে পাঁচ গোল উপহার দেন দলটিকে। এই ম্যাচেই ক্লাবের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেন গ্রিজমান।
এদিকে ইন্টার মিলান ৩-০ গোলে হারিয়েছে স্লাভিয়া প্রাহাকে। দু’ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের সঙ্গে সমান অবস্থানে আছে গত আসরের রানার্সআপরা।