রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল জাপান।
আগের ম্যাচে দক্ষিণ কোরিয়ার জালে গোল উৎসবের পর ব্রাজিলের বিপক্ষে শুরুটা দারুণ হয় জাপানের জন্যও। প্রথমার্ধে দুই গোল এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। তবে বিরতির পর খেই হারিয়ে ফেলে সেলেসাওরা। ঘরের মাঠে উজ্জীবিত পারফরম্যান্সে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে স্মরণীয় জয় পেল জাপান।
টোকিওতে মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল জাপান। এরপর মাত্র ১৯ মিনিটের মধ্যে তিন গোল করে ৩-২ গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
এটি রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে জাপানের প্রথম জয়। দুই দলের আগের ১৩ ম্যাচের ১১টিতে জিতেছিল ব্রাজিল, বাকিগুলো ড্র হয়েছিল।
মে মাসে আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর এটি ব্রাজিলের দ্বিতীয় হার। চার দিন আগে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল সেলেসাওরা।
প্রায় ৪৫ হাজার দর্শকের সামনে ম্যাচে পজেশনে অনেকটাই পিছিয়ে থেকেও আক্রমণে তীব্রতা দেখায় জাপান। মোট ৩৩% সময় বল দখলে রেখেও গোলের জন্য ১৫টি শট নিলে ৬টি লক্ষ্যে যায়। তুলনায় ব্রাজিলের ৮ শটের ৪টি ছিল লক্ষ্যে।
চার দিন আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ জয়ের একাদশে কিছু পরিবর্তন আনেন আনচেলত্তি। এদিন এস্তেভোঁ ও রদ্রিগোকে বেঞ্চে বসিয়ে শুরু করেন তিনি।
২৬তম মিনিটে ব্রুনো গিমারাইসের রক্ষণ চেরা পাস পেয়ে ডি-বক্সে পাওলো এইহিক প্রথম গোল করেন। ৩২ মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লি দ্বিতীয় গোল করেন, লুকাস পাকেতার চমৎকার ফ্লিকে পেয়ে।
জোড়া গোল হজমের ধাক্কা সামলাতে শুরু করে জাপান। ৫২ মিনিটে ফাব্রিসিও ব্রুনোর ভুলে তাকুমি মিনামিনো প্রথম গোল করেন। ৬২ মিনিটে একই ডিফেন্ডারের ভুলে কেইতো নাকামুরা জালে বল পাঠান। ৭১ মিনিটে কর্নারে হেড দিয়ে জাপানকে এগিয়ে নেন আয়াসে উয়েদা।
বাকি সময়ে প্রাণপণ চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি ব্রাজিল।