এনজ পোস্টেকোগ্লুকে বরখাস্তের মাত্র তিন দিন পর নটিংহ্যাম ফরেস্ট নতুন কোচ নিয়োগ দিয়েছে। প্রিমিয়ার লিগের ক্লাবটি বার্নলি ও এভারটনের সাবেক কোচ শন ডাইসকে দায়িত্বে এনেছে।
৫৪ বছর বয়সী ইংলিশ কোচের সঙ্গে চুক্তি হয়েছে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। চলতি মৌসুমে ডাইস ক্লাবের তৃতীয় কোচ।
ডাইসের আগে পোস্টেকোগ্লু ছিলেন ফরেস্টের দায়িত্বে, কিন্তু মাত্র ৩৯ দিন টিকতে পেরেছিলেন। গত শনিবার প্রিমিয়ার লিগে চেলসির কাছে ৩–০ ব্যবধানে হারের ১৭ মিনিট পরই তাকে বরখাস্ত করা হয়।
পোস্টেকোগ্লুর কোচিংয়ে আট ম্যাচে ফরেস্ট একটিতেও জয় পাননি; ২টি ড্র ও ৬টি হার। তার আগে মৌসুমের শুরুতে প্রথম তিন ম্যাচ শেষে নুনো ইস্পিরিতো সান্তো বরখাস্ত হন, এবং তার স্থলাভিষিক্ত হন পোস্টেকোগ্লু।
ডাইসের প্রথম পরীক্ষা হবে বৃহস্পতিবার, ঘরের মাঠে ইউরোপা লিগে পোর্তোর বিপক্ষে। এরপর রোববার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মাঠে খেলবে ফরেস্ট।
গত মৌসুমে দারুণ পারফরম্যান্সের ফলে লিগে সপ্তম হয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল ফরেস্ট। তবে এই মৌসুম শুরু থেকেই তারা ধুঁকছে। ৮ ম্যাচে মাত্র ১ জয় ও ২টি ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৮তম স্থানে রয়েছে দলটি।