সামাজিক মাধ্যমে জয়ের ছবি পোস্ট করে সেই আনন্দই প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
অ্যাঙ্গোলার মাঠে শুক্রবারের প্রীতি ম্যাচে প্রতিপক্ষের গোলে উচ্ছ্বসিত স্বাগতিক সমর্থকরা করতালি দেন, কেউ কেউ সম্মান জানিয়ে মাথাও ঝোঁকান। গোলদাতার নাম লিওনেল মেসি—যিনি জাদুকরী ফুটবলে যেন যেকোনো মাঠকেই নিজের করে নিতে পারেন।
মেসির ক্যারিয়ারে এটি নতুন ঘটনা নয়। বরং দেশের হয়ে খেলতে পারাটাই তাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, গর্বিত করে।
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে জিতিয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন মেসি। প্রথম গোলেও তার অসামান্য অবদান ছিল।
ম্যাচের ৪৩তম মিনিটে মেসির থ্রু পাস পেয়ে ইন্টার মিলান ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস ডি-বক্সে গোল করেন। ৮২তম মিনিটে এই সতীর্থের পাস পেয়ে মেসি জোরালো কোনাকুনি শটে জালে বল জড়ান।
ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে আফ্রিকার মঞ্চে জয়ের মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করে আটবারের ব্যালন দ’ জয়ী লিখেছেন, “আমার দেশকে প্রতিনিধিত্ব করতে এবং আকাশি-সাদা রঙ রক্ষা করতে পেরে আমি গর্বিত।”
জাতীয় দলের হয়ে মেসির গোল এখন ১১৫টি। কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা দলের দায়িত্ব নেওয়ার পর ৫০ গোল করা প্রথম খেলোয়াড় তিনি। এই সময়ে ৩৫ গোল করে তালিকার দুইয়ে লাউতারো মার্তিনেস।
প্রীতি ম্যাচে এটি মেসির ৫২তম গোল এবং বাঁ পায়ে ১০১তম গোল।