দীর্ঘ ও সমৃদ্ধ কোচিং অভিজ্ঞতা নিয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি দিচ্ছেন ব্রেন্ডন রজার্স।
লিভারপুলের সাবেক কোচ ব্রেন্ডন রজার্সকে সৌদি প্রো লিগের ক্লাব আল-কাদসিয়ার প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন ক্লাবের প্রধান নির্বাহী জেমস বিসগ্রোভ। রজার্সের নেতৃত্বে ক্লাবটি এশিয়ার শীর্ষস্থানীয় দলের মধ্যে পরিণত হওয়ার প্রত্যাশা করছে।
বিসগ্রোভ বলেন,
“এটি আমাদের ক্লাবের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত। ব্রেন্ডনের অভিজ্ঞতা ও ক্যারিয়ারের রেকর্ড আমাদের উচ্চাকাঙ্ক্ষা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতিফলন।”
৫২ বছর বয়সী নর্দার্ন আয়ারল্যান্ডের এই কোচ মধ্যপ্রাচ্যে যাচ্ছেন তার সমৃদ্ধ ক্যারিয়ারের অভিজ্ঞতা নিয়ে। লিভারপুল, লেস্টার সিটি ও সেল্টিকের সাবেক কোচ রজার্স প্রিমিয়ার লিগে ৩০০–এর বেশি ম্যাচে কোচিং করেছেন। তিনি মূলত পজেশন ফুটবল ও আক্রমণাত্মক কৌশলের জন্য সুপরিচিত।
রজার্সের কোচিংয়ে লিভারপুল ২০১৪ সালে প্রিমিয়ার লিগে রানার্সআপ হয় এবং সেই মৌসুমে দলটি ক্লাব রেকর্ড ১০১ গোল করে। ২০২১ সালে তার হাত ধরে লেস্টার সিটি প্রথমবারের মতো এফএ কাপ জিতেছিল। এছাড়া সেল্টিকে দুই দফায় ১১টি বড় শিরোপা জিতিয়েছেন। টানা দুইবার লিগ শিরোপা জিতানোর পর গত অক্টোবরে স্কটিশ চ্যাম্পিয়নদের দায়িত্ব ছাড়েন রজার্স।
এবারের লিগে আল-কাদসিয়া ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।