BN

বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে রাখতে চায় সান্তোস

বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে রাখতে চায় সান্তোস

নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হতে পারে। আর

নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হতে পারে।

আর মাত্র কয়েক দিনের মধ্যেই সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে নেইমারের। তবে সামনে বিশ্বকাপ থাকায়, মাঝের সময়টা নিজের শৈশবের ক্লাবেই কাটাতে চান ব্রাজিলিয়ান তারকা। একই সঙ্গে ক্লাবও তাকে ধরে রাখতে আগ্রহী—এমনটাই জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

ইএসপিএনের খবরে বলা হয়েছে, নেইমার ও সান্তোস কর্তৃপক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। চলতি মাসের শেষেই বর্তমান চুক্তি শেষ হলেও, নেইমারের এজেন্ট ও তার বাবা নেইমার সিনিয়রের সঙ্গে আলোচনার পর চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়াতে দুই পক্ষই নীতিগতভাবে সম্মত হয়েছে।

৩৩ বছর বয়সী নেইমার বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটিতে রয়েছেন। বাঁ হাঁটুর চোটে ভুগলেও, শেষ তিনটি লিগ ম্যাচে চার গোল করে সান্তোসকে শীর্ষ লিগে টিকে থাকতে বড় ভূমিকা রেখেছেন তিনি।

বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড চলতি মাসের শেষ দিকে বাঁ হাঁটুতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করাতে পারেন। চিকিৎসকদের মতে, এটি তুলনামূলকভাবে সহজ একটি প্রক্রিয়া এবং এক মাসের মধ্যেই সেরে ওঠার সম্ভাবনা রয়েছে।

মৌসুম শেষে নিজেই জানিয়েছিলেন, সান্তোসেই থাকতে চান নেইমার। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে চোটের কারণে কঠিন সময় পার করে গত জানুয়ারিতে শৈশবের ক্লাবে ফেরেন তিনি। লক্ষ্য একটাই—আগামী বছর নিজের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে খেলা।

সান্তোসে ফেরার পরও অবশ্য চোট পুরোপুরি পিছু ছাড়েনি নেইমারের। একের পর এক ইনজুরির কারণে গত দুই বছর ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে আছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

তবুও ফিটনেসের ঘাটতি নিয়েই সান্তোসের জার্সিতে ৩০ ম্যাচে ১২ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন নেইমার।

সর্বশেষ সংবাদ

ফিফা বিশ্বকাপ-২০২৬-এর মূল ট্রফি দেখার এবং তার সঙ্গে ছবি

১৩ মিলিমিটার ঘাসে মোড়া সবুজ উইকেটে দিনজুড়ে ব্যাটিংয়ের প্রদর্শনী

প্রথম দিনের বিতর্কের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় দিনেও

ফুটবল

ফিফা বিশ্বকাপ-২০২৬-এর মূল ট্রফি দেখার এবং তার সঙ্গে ছবি তোলার

ক্রিকেট

১৩ মিলিমিটার ঘাসে মোড়া সবুজ উইকেটে দিনজুড়ে ব্যাটিংয়ের প্রদর্শনী উপহার

ক্রিকেট

প্রথম দিনের বিতর্কের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় দিনেও প্রযুক্তি

ফুটবল

মোট বরাদ্দের ১০ শতাংশ থাকবে নতুন ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ ক্যাটাগরিতে।