তুরস্কের পেশাদার ফুটবলে বাজি কেলেঙ্কারির ঘটনায় গালাতাসারাইয়ের সাবেক নির্বাহী এর্দেন টিমুরসহ ২৪ জনকে ইতোমধ্যেই আটক করা হয়েছে।
প্রসিকিউটররা আরও ২৯ জনকে আটক করার নির্দেশ দিয়েছেন, যাতে তদন্তের পরিধি আরও বিস্তৃত হয়। এনটিভি ও তুরস্কের বিভিন্ন গণমাধ্যম শুক্রবার এই খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ জনের মধ্যে ২৪ জনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের মধ্যে আছেন গালাতাসারাইয়ের সাবেক নির্বাহী এর্দেন টিমুর।
বাকি পাঁচ জনের মধ্যে একজন ইতিমধ্যেই জেলে রয়েছেন, বাকিদের খোঁজ চলছে। গালাতাসারাই বা টিমুরের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র জানাচ্ছে, সন্দেহভাজনদের মধ্যে ১৪ জন তুরস্কের বিভিন্ন লিগের ফুটবলার। গত মাসে বাজি ধরার অভিযোগে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে নিষিদ্ধ করেছিল তুরস্ক ফুটবল ফেডারেশন। পরবর্তী তদন্তে আরও আট জন গ্রেপ্তার হন, যার মধ্যে শীর্ষ পর্যায়ের একটি ক্লাবের চেয়ারম্যানও রয়েছেন। সব মিলিয়ে এক হাজার ২৪ জন খেলোয়াড়কে লিগ থেকে নিষিদ্ধ করা হয়েছে।
চলতি মাসের শুরুতে অভ্যন্তরীণ বাজির দায়ে খেলোয়াড়, ক্লাব সভাপতি, ধারাভাষ্যকার ও এক রেফারিসহ ৪৬ জনকে আটক করার নির্দেশ দেন প্রসিকিউটররা। পরে একটি আদালত সুপার লিগের খেলোয়াড়সহ ২০ জনকে বিচার শেষ না হওয়া পর্যন্ত কারাগারে পাঠায়।