সাফ ফুটসালে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল বাংলাদেশ।
শিরোপার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয় ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। সেই চাপের ম্যাচেই শ্রীলঙ্কাকে একপ্রকার উড়িয়ে দিয়ে কাজটা নিখুঁতভাবেই সেরে ফেলেন রাহবার, ওয়াহেদ ও মঈন আহমেদের দল। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ।
এই জয়ে চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াল ৭। এতে করে সাঈদ খোদারাহমির দল উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
ভারতের বিপক্ষে ৪–৪ ড্র দিয়ে আসর শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে মালদ্বীপের কাছে ৬–১ গোলে হেরে বসে। তবে তৃতীয় ম্যাচে ভুটানকে ৪–১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় সেই ধারাবাহিকতারই প্রমাণ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। পঞ্চম মিনিটেই ব্যক্তিগত নৈপুণ্যে দলকে এগিয়ে দেন রাহবার। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে ড্রিবল করে সামনে এগিয়ে গিয়ে দুর্দান্ত এক কোনাকুনি শটে জাল খুঁজে নেন তিনি।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। সার্কেলের ঠিক ওপর থেকে নেওয়া ফ্রি কিকে গোল করে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান ফায়জার আমান।
এরপর আবারও প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়াতে থাকে বাংলাদেশ। বিরতির আগেই আবার লিড পায় দলটি। ডান দিক দিয়ে আক্রমণে উঠে রাহবার কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন। বল হাতের নাগালে থাকলেও শ্রীলঙ্কার গোলকিপার তা ঠেকাতে ব্যর্থ হন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। শ্রীলঙ্কার ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে যান রাহবার। তার নিখুঁত আড়াআড়ি পাস থেকে ফাঁকায় থাকা মঈন আহমেদ সহজেই গোলটি করে নেন।
দ্বাদশ মিনিটে মঈনের আরেকটি শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর তাজওয়ার কাশেমের গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। প্রথম শট গোলকিপার ঠেকালেও ফিরতি বলে লক্ষ্যভেদ করেন কাশেম।
ম্যাচের শেষ দিকে গোল শোধের আশায় শ্রীলঙ্কার খেলোয়াড়রা সবাই উঠে আসেন আক্রমণে। সেই সুযোগটাই কাজে লাগায় বাংলাদেশ। নিজেদের অর্ধ থেকে জোরালো শটে গোল করে দলের টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেন আবির হোসেন।
রাউন্ড রবিন লিগে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চার ম্যাচে দুই দলেরই পয়েন্ট সমান ৭ হলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় টেবিলের তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান।