সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দাপট দেখিয়ে তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শুরুতে দুই গোলে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তনে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে সাবিনা-কৃষ্ণাদের দল।
থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বুধবার অনুষ্ঠিত ম্যাচে ৬–৩ গোলের জয় পায় বাংলাদেশ। চার ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। এই জয়ে সাঈদ খোদারাহমির শিষ্যদের পয়েন্ট দাঁড়াল ১০।
এর আগে ভারতকে ৩–১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩–৩ গোলে ড্র এবং তৃতীয় ম্যাচে নেপালকে ৩–০ ব্যবধানে হারায় দলটি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দ্বাদশ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে লঙ্কানরা। তবে ধাক্কা সামলে অষ্টাদশ মিনিটে ম্যাচে ফেরে বাংলাদেশ। কৃষ্ণা রানী সরকারের সঙ্গে দারুণ সমন্বয়ের পর নিখুঁত শটে গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন।
প্রথমার্ধের শেষ মিনিটে আবারও জ্বলে ওঠেন সাবিনা। বাইলাইন থেকে কৃষ্ণার কাটব্যাকে গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি। সমতায় থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে পুরোপুরি আধিপত্য বিস্তার করে লাল-সবুজের দল। ২৮তম মিনিটে সাবিনার কর্নার থেকে মাতসুশিমা সুমাইয়া বাঁ পায়ের চমৎকার প্লেসিং শটে তৃতীয় গোলটি করেন। ৩৫তম মিনিটে সাবিনার পাসে সামনে পেয়ে আলতো টোকায় জাল খুঁজে নেন কৃষ্ণা রানী সরকার।
এর তিন মিনিট পর সাবিনার ক্রস গোলকিপার ঠেকালেও ফিরতি বলে গোল করেন মাসুরা পারভীন। শেষ মিনিটে আবারও সাবিনার পাস থেকে ব্যক্তিগত নৈপুণ্যে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন কৃষ্ণা।
শেষ বাঁশি বাজার আগে একটি গোল শোধ করতে পারলেও বড় ব্যবধানের হার এড়াতে পারেনি শ্রীলঙ্কা।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আগামী শুক্রবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।