এবারের আয়োজনে সাধারণ দর্শকদের জন্য ট্রফি দেখার সুযোগ থাকছে না, ফলে হতাশই হতে হবে ফুটবলপ্রেমীদের।
বিশ্ব ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের ট্রফি বুধবার বাংলাদেশে আসছে। ট্রফির সঙ্গে দেশে আসছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা। এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তাদের ‘ইউটিসি’ ক্যাম্পেইনে বিজয়ীরা বিশ্বকাপের মূল ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।
২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়—যৌথভাবে আয়োজন করা হবে এই আসর। আগামী ১১ জুন টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ১৯ জুলাই।
বিশ্বব্যাপী ট্রফি সফরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপের ট্রফি ৩০টি সদস্য দেশে ৭৫টি ভেন্যুতে প্রদর্শিত হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ট্রফিটি গ্রহণ করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তার সঙ্গে উপস্থিত থাকবেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে ট্রফিটি নেওয়া হবে হোটেল র্যাডিসন ব্লুতে।
তবে বহুল আকাঙ্ক্ষিত এই ট্রফি বাংলাদেশে এলেও সাধারণ ফুটবলপ্রেমীদের সরাসরি দেখার সুযোগ মিলবে না। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, আয়োজনটি খুব স্বল্প সময়ের হওয়ায় ট্রফি প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত রাখা যাচ্ছে না। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরাই বিকেলে ট্রফি দেখার এবং এর সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।