BN

সাফ ফুটসালে ভারতকে হারিয়ে দারুণ সূচনা বাংলাদেশের

সাফ ফুটসালে ভারতকে হারিয়ে দারুণ সূচনা বাংলাদেশের

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ। একেবারে

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ।

একেবারে নতুন দল, অধিকাংশ খেলোয়াড়ই ফুটসালের সঙ্গে সদ্য পরিচিত। তবু আত্মবিশ্বাসী ও সংগঠিত খেলায় দারুণ শুরু করে বাংলাদেশ। প্রথমার্ধে ভারতকে চাপে রেখে সাবিনা–নীলারা যে আধিপত্য দেখিয়েছেন, দ্বিতীয়ার্ধেও সেটি ধরে রাখেন তারা। আর তাতেই প্রথমবার সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপ খেলতে নামা বাংলাদেশের যাত্রা শুরু হয় স্মরণীয় এক জয়ে।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ৩–১ গোলের জয় পায় বাংলাদেশ। বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন ছিল ২–০।

এই ম্যাচে চলতি আসরে প্রথমবারের মতো হারতে হলো ভারতকে। এর আগে মালদ্বীপকে ১১–১ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা।

গোছানো আক্রমণ থেকেই সপ্তম মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে কৃষ্ণা রানী সরকারকে পাস দেন সাবিনা খাতুন। কৃষ্ণার ফিরতি পাস পেয়ে ডান দিক দিয়ে সার্কেলে ঢুকে নিখুঁত টোকায় জালে বল পাঠান অধিনায়ক সাবিনা।

সাবিনা–কৃষ্ণা জুটির দারুণ বোঝাপড়ায় ১৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ডান প্রান্ত থেকে কৃষ্ণার কোনাকুনি পাস গোলমুখে থাকা সাবিনা সহজেই জালে পাঠান।

দ্বিতীয়ার্ধেও ভারতের ওপর চাপ অব্যাহত রাখে বাংলাদেশ। ৩১তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান মাতসুশিমা সুমাইয়া। ম্যাচের শেষদিকে ভারত একটি গোল শোধ দিলেও ফল বদলাতে পারেনি।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আগামী শনিবার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে ১–১ গোলে ড্র করে আসর শুরু করেছে ভুটান।

সর্বশেষ সংবাদ

ক্রিকেটারদের দাবির মুখে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে

না খেলার অবস্থানে এখনও অনড় রয়েছেন ক্রিকেটাররা। বনানীতে আয়োজিত

ক্রিকেট

ক্রিকেটারদের দাবির মুখে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির

ক্রিকেট

না খেলার অবস্থানে এখনও অনড় রয়েছেন ক্রিকেটাররা। বনানীতে আয়োজিত সংবাদ

ক্রিকেট

পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ

ফুটবল

প্রথমার্ধে দু’বার এগিয়ে গিয়ে আরও ভালো কিছুর স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশ।